আদালতেও নিরাপদ নয় সিলেট ছাত্রদলের পদপ্রাপ্তরা ।

বিদ্রোহী ছাত্রদল নেতা কর্মীদের ভয়ে আদালতে হাজিরা দিতে পারলেননা সিলেট ছাত্রদলের নতুন কমিটি

Sylhet Chhatrodol_3 29-10-2014সুরমা টাইমস ডেস্কঃ সিলেট ছাত্রদলের দ্রোহীরা এবার টার্গেট করে আদালত। সবার জন্য আদালত নিরাপদ এবং বিচারের জায়গা হলেও ব্যতিক্রম ছাত্রদলের কাছে। আজ বুধবার সিলেট কোর্টে নব্য একটি মামলা হাজিরা দিতে কোর্টে আসার কথা ছিল নবগঠিত সিলেট জেলা ছাত্রদলের সভাপতি এডভোকেট সাঈদ আহমদ সহ নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতাদের। কিন্তুু আজ তাদের হাজিরা দেওয়ার খবর পেয়ে সকাল থেকে সিলেট কোর্ট প্রাঙ্গনে জড়ু হতে থাকেন বিদ্রোহী তৃণমূল ছাত্রদলের সহস্রাধিক নেতা কর্মীরা। এদিকে জামায়াত নেতা মতিউর রহমান নিজামী‘র মানবতাবিরোধী অপরাদের রায়কে কেন্দ্র করে সিলেট নগরীতে নিরাপত্তা ব্যবস্থ ছিল জোরদার। তারপরও সকল বাধা অপেক্ষা করে কোর্ট প্রাঙ্গনে তৃণমূল ছাত্রদলের নেতা কর্মীরা উপস্থিত হন। তাদের ভয়ে নবগঠিত সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের নেতা কর্মীরা কোর্টে হাজিরা দিতে আসেন নি। সর্বশেষ খবর পাওয়া দুপুর ২টা পর্যন্ত কোর্ট প্রাঙ্গনে উপস্থিত ছিলেন বিদ্রোহী তৃণমূল ছাত্রদলের নেতা কর্মীরা।