বাংলাদেশে এখনো জনপ্রিয় খেলার নাম ফুটবল —সিলেটে অর্থমন্ত্রী

FM at Sylhetসুরমা টাইমস ডেস্কঃ বাংলাদেশে এখনো জনপ্রিয় খেলার নাম ফুটবল। ক্রিকেটে অনেক সাফল্য অর্জন করলেও গ্রামগঞ্জে এখনো ফুটবলের জনপ্রিয়তা আকাশচুম্বি। সরকার ফুটবলের পৃষ্টপোষকতা সবসময়ই সচেষ্ট রয়েছে। আজ রোববার বিকাল ৫টায় সিলেট জেলা স্টেডিয়ামে সাফ অনুর্ধ-১৬ ফুটবল চ্যাম্পিয়ানশিপের উদ্বোধনকালে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহিলা সাংসদ আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, সাফ অনুর্ধ্ব-১৬ ফুটবল চ্যাম্পিয়নশিপের আয়োজক কমিটির চেয়ারম্যান ও বাফুফে’র সহ-সভাপতি বাদল রায়, সিলেট জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি মাহি উদ্দিন সেলিম প্রমুখ।
সাফ অনূর্ধ্ব-১৬ এর চ্যাম্পিয়নশিপ টুর্নামেন্টে অংশ নিচ্ছে স্বাগতিক বাংলাদেশসহ, ভারত, নেপাল, শ্রীলংকা, মালদ্বীপ এবং আফগানিস্তান।