সবাইকে একযোগে কাজ করতে হবে : সিলেটে রাষ্ট্রপতি

President Abdul Hamidডেস্ক রিপোর্টঃ ত্রিশ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশকে আপন মহিমায় সমুন্নত রাখতে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ। শনিবার বিকেলে সিলেট ক্যাডেট কলেজে প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অথনৈতিক স্বনির্ভরতা ও নিরক্ষরমুক্ত বাংলাদেশ গড়া। তারই আদর্শ ও স্বপ্নকে সুপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে শিক্ষার গুণগত মানোন্নয়নে সরকারের বহুমুখী কর্মসূচি আছে।’

তিনি বলেন, ‘প্রতিটি মানুষের উন্নয়নের জন্য সেবা ও আত্মত্যাগের সুমহান দায়িত্ব নিয়ে এক্স ক্যাডেটদের এগিয়ে যেতে হবে দেশ ও জাতির জন্য ইতিবাচক ভূমিকা রাখতে হবে। এক্স ক্যাডেট অ্যাসোসিয়েশন নানাবিধ সমাজসেবামূলক কাজ করছে, যা প্রশংসনীয়।’

তিনি আরো বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল দেশকে সোনার বাংলায় পরিণত করা। সে লক্ষ্যে সরকার ‘ভিশন ২০২১’ ও ‘ভিশন ২০৪১’ গ্রহণ করেছে। ভিশন বাস্তবায়নে এক্স ক্যাডেটরা অবদান রাখতে পারেন।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘প্রাক্তন ক্যাডেটরা সমাজে স্ব স্ব অবস্থানে সাফল্যের পরিচয় দিয়ে চলছেন। বাংলাদেশ সশস্ত্রবাহিনীতে প্রতিবছর অধিকাংশ ক্যাডেট যোগদান করে দেশ ও দেশের বাইরে বিশেষ করে জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে দেশের জন্য গৌরব বয়ে আনছেন। এছাড়াও প্রাকৃতিক দুর্যোগ ও বড় ধরনের কোনো দুর্ঘটনায় এক্স ক্যাডেটরা জনগণের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তারা চিকিৎসা, প্রকৌশল, শিক্ষকতা, সাংবাদিকতা, ব্যবসা বাণিজ্যসহ বিভিন্ন পেশায় সাফল্যের সাথে এগিয়ে যাচ্ছেন।’

ক্যাডেট কলেজের অনুষ্ঠান শেষে বিকেল ৪টা ৪০ মিনিটে রাষ্ট্রপতি হেলিকপ্টারযোগে সিলেট ত্যাগ করেন।

এর আগে বেলা সোয়া ১টায় রাষ্ট্রপতি আবদুল হামিদ হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছান। এ সময় তাদের স্বাগত জানান, সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী প্রমুখ।