বালাগঞ্জে বায়তুল আমান জামে মসজিদ উদ্বোধন
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিওর খাল গ্রামে প্রতিষ্ঠিত ”শিওরখাল মাঝপাড়া বায়তুল আমান” জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে। গতকাল শুক্রবার জুমআ’র নামাজ আদায়ের মাধ্যমে মসজিদের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। এ উপলক্ষে আয়েজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেটের অতিরিক্ত পুলিশ কমিশনার এসএম রোকন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের সহকারী এ্যটর্নী জেনারেল আব্দুর রকিব মন্টু, যুক্তরাষ্ট্রের নিউজার্সি আ’লীগের সাধারণ সম্পাদক মো. শফিক উদ্দিন, জামে মসজিদের অন্যতম প্রতিষ্টাতা বিশিষ্ট কমিউনিটি নেতা রেদুয়ান আলী কয়েছ, গহরপুর জামেয়ার মুহাদ্দিস মাওলানা আব্দূল কাইয়ুম (হাজীপুরী হুজুর), প্রখ্যাত আলেম মাওলানা মিসবাহ উদ্দিন শাহনাজ, যুক্তরাজ্য প্রবাসী সিরাজুল ইসলাম সুহেল, ট্রাষ্ট ব্যাংক ক্যান্টলম্যান্ট শাখার ম্যানেজার এটিএম তালহা, ব্যাংকার মনসুরুল ইসলাম চৌধুরী, গহরপুর রাইটার্স কাবের সাধারণ সম্পাদক শাহ মো. হেলাল। অনুষ্টানে বিশেষ দোয়া পরিচালনা করেন প্রখ্যাত মুহাদ্দিস আল্লামা নুরুল ইসলাম (বিশ্বনাথী হুজুর)। উদ্বোধনকালে নানা বয়সের বিপুল সংখ্যক এলাকাবাসী উক্ত দোয়া মাহফিলে শরিক হন।