সভা সমাবেশের জন্য রেজিষ্টারী মাঠকে দখলমুক্ত রাখতে হবে : বদর উদ্দিন কামরান

মুয়াজ্জিনরা আজানের মাধ্যমে মানুষকে কল্যানের পথে আহবান করেন : রেজিষ্টারী মাঠে তাফসির মাহফিলে মুফতি রশিদ
Photo-Owaj Mahfil-21-12-14

বিশিষ্ট ইসলামী চিন্তাবীদ, আর্ন্তজাতিক মোফাচ্ছিরে কোরআন মুফতি মাওলানা রশিদুর রহমান ফারুক বলেছেন. মুয়াজ্জিনরা দেশের সর্বশ্রেষ্ট মানুষ। তারা সকল বাঁধা উপেক্ষা করে সময়কে মূল্যায়ন করে সঠিক সময় আজান দিয়ে মানুষকে কল্যানের পথে আহবান করে থাকেন। তিনি বলেন যারা ধর্মের উপর আঘাত করে তারা কখনো প্রকৃত মুসলামন দাবী করতে পারেনা। তাই ঐক্যবদ্ধ ভাবে ইসলাম বিরোধী সকল ষড়যন্ত্রের জবাব দিতে হবে। Photo-Owaj Mahfil-21-12-14 (1)তিনি গতকাল রোববার নগরীর রেজিষ্টারী মাঠে মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উদ্যোগে আয়োজিত ৩য় তাফসিরুল কোরআন মহা সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। মাওলানা মুফতি শফিকুর রহমান ও মাওলানা সাইদুর রহমানের সভাপতিত্তে বিশেষ অতিথির বক্তব্যে সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেন, ইমাম-মুয়াজ্জিনদের প্রতি আমাদের সর্বদা শ্রদ্ধাশীল থাকতে হবে। তাদের প্রতি আচার-আচরণ হতে হবে অত্যান্ত মার্জিত। কেননা মুয়াজ্জিনরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্যে কাজ করেন ও আমাদেরকে আহবান করেন। তিনি বলেন রেজিষ্টারী মাঠকে দখলমুক্ত করতে শীঘ্রই প্রশাসনের সাথে আলাচনা করে ব্যবস্থা গ্রহণ করা হবে। যাতে ইসলামী মাহফিল’সহ বিভিন্ন রকমের সভা-সমাবেশ সুন্দর ভাবে করা যায়। খ্যাতিমান আবৃত্তিকারক ও উপস্থাপক মাওলানা মীম সুফিয়ান ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সাধারণ সম্পাদক ক্বারী মুহাম্মদ জয়নুল আবেদীন’র যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে তাফসির পেশ করেন মুফতি মাওলানা মুজিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে তাফসির পেশ করেন মুফতি মাওলানা নাসির উদ্দিন আনছারী, মাওলানা মুস্তাক আহমদ খান, হাফিজ মাওলানা নজমুদ্দিন ক্বাসেমী, ইমাম প্রশিক্ষণ একাডেমীর উপ পরিচালক মাওলানা শাহ নজরুল ইসলাম, মাওলানা হাবীব আহমদ শিহাব, মাওলানা সিরাজুল ইসলাম, মওিলানা শামসুল ইসলাম আল হাদী, মাওলানা খলিলুর রহমান প্রমূখ। এ সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সহ সভাপতি মাওলানা জামাল উদ্দিন, অর্থ সম্পাদক মোঃ উসমান আলী, সহ সম্পাদক সাজিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ, সমাজ কল্যাণ সম্পাদক হাফিজ ইয়াহইয়া, প্রচার সম্পাদক কামাল আহমদ ও জাহেদ আহমদ’সহ সংগঠনের সকল নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি