প্রশাসনের দ্বারে দ্বারে কুলাউড়ায় এক আদিবাসী কলেজ ছাত্রের আর্তনাদ

বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের চা শ্রমিকের সন্তান কলেজ ছাত্র বিদ্যাধর পাশী। অনৈতিক কর্মকান্ডের প্রতিকার চেয়ে ঘুরছেন প্রশাসনের দ্বারে দ্বারে। কোন প্রতিকার না পেয়ে হতাশ হলেও হাল ছাড়েননি তিনি। দ্বারস্থ হয়েছেন গণমাধ্যমের। বিজয়া চা বাগানের শ্রমিক সন্তান বিদ্যাধর পাশী কুলাউড়া ডিগ্রি কলেজের ছাত্র। তার এই পড়ালেখা আর ভালোভাবে চলাফেরা অনেকের অপছন্দ। এলাকার কিছু বখাটে পিছু নিয়েছে তার। প্রতিরাতেই এরা তার বাড়ীর সীমানার ভেতরে ও বাইরে রাতের বেলা বাজে আড্ডা জমায়। মদ গাঁজা খায়, জুয়ার আসর বসায়। বিদ্যাধর পাশী পড়তে বসলে তার টিনের চালে ঢিল মারে।
গত ৬ মাস থেকে এসব নানা অনৈতিক কর্মকান্ড চালিয়ে আসছে বখাটেরা। বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও চেয়ারম্যানকে অবগত করে কোন সুফল না পেয়ে লিখিত অভিযোগ করেন কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসারের কাছে। অভিযোগের এক মাস অতিবাহিত হলেও কোন প্রতিকার না পেয়ে হতাশ বিদ্যাধর পাশী শরণাপন্ন হন গণমাধ্যমের। বিদ্যাধর পাশী জানান, প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। গণমাধ্যমে বিষয়টি উঠে আসলে হয়তো প্রশাসনের টনক নড়বে। তিনি অনৈতিক এই কর্মকান্ড থেকে পরিত্রাণ চান।