জীবন পাল, শ্রীমঙ্গল থেকে: মঙ্গলবার ভোর ৪টার দিকে শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের ম্যানেজার হাফিজুর রহমান। “সকাল ৯টার দিকে উদ্ধারকারী ট্রেন লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার করার পর রেল যোগাযোগ পুনরায় শুরু হয়।” তিনি বলেন, পাহাড়ি এলাকা হওয়ায় ঢাকা থেকে সিলেটগামী একটি মালবাহী ট্রেনকে পেছন থেকে একটি ইঞ্জিন ধাক্কা দিয়ে উপরে তুলে দিতে গিয়ে ওই ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। “ফলে ভোররাত ৪টার পর ওই পথে রেল চলাচল বন্ধ হয়ে যায়।” দুর্ঘটনারর পর হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ স্টেশনে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস এবং শমসেরনগর স্টেশনে কালনি এক্সপ্রেস আটকা পড়েছিল।