নগরীতে মুখোমুখি অবস্থানে অটোরিকশা শ্রমিকের দু’গ্রুপ :

Cngডেস্ক রিপোর্টঃ সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে সিলেট নগরীর আম্বরখানা দর্শনদেউড়ি এলাকায় সংগঠনের দুটি গ্রুপ মুখোমুখি অবস্থানে রয়েছে। যে কোনো সময় ঘটতে পারে বড় ধরণের অপ্রীতিকর ঘটনা।
স্থানীয় সূত্রে জানা যায়, সিএনজি অটোরিকশা শ্রমিক সংগঠনের নির্বাচনকে কেন্দ্র করে বিরোধে জড়িয়ে পড়ে আম্বরখানা ও দর্শনদেউড়ি এলাকায় সিএনজি অটোরিকশা শ্রমিকরা। এক গ্রুপের শ্রমিকরা নির্বাচন বাতিলের দাবিতে রবিবার সন্ধ্যা সাড়ে ৬টায় দিকে দর্শনদেউড়ি এলাকায় আম্বরখানা-সুনামগঞ্জ সড়ক অবরোধ সৃষ্টি করে।
কিছুক্ষণের মধ্যে অপর গ্রুপের শ্রমিকরা ওই এলাকায় পৌঁছলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। তবে এ সংবাদ পেয়ে কোতোয়ালি থানা পুলিশ সেখানে তাড়িয়ে দেয়। এসময় পুলিশ রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করে বলেও জানা স্থানীয় লোকজন।
এব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল আহমদ বলেন, সিএনজি শ্রমিকরা সড়ক অবরোধ করে জনগণের চলাচলে প্রতিবন্ধকতা করছিল। পুলিশ অবরোধ তুলে দিয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।