চালকের অভাবে দেড় বছর ধরে পড়ে আছে কুলাউড়া ফায়ার সার্ভিসের অত্যাধুনিক এম্বুলেন্স

বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যক্রমকে আরও গতিশীল করতে একটি অত্যাধুনিক এম্বুলেন্স দেয়া হয়। কিন্তু চালকের অভাবে দেড় বছরেরও বেশি সময় থেকে তা দর্শনীয় বস্তুতে পরিণত হয়েছে সেটি। ফায়ার সার্ভিস সূত্র জানায়, ২০১৪ সালের ২০শে এপ্রিল কুলাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কার্যক্রম আরও গতিশীল করার জন্য প্রায় কোটি টাকা মূল্যের একটি অত্যাধুনিক এম্বুলেন্স সরবরাহ করা হয়। এই এম্বুলেন্সটি অনেকটা বিদেশি এম্বুলেন্সের ন্যায়। এর ভেতরে ইসিজি, অক্সিজেন, গ্যাসসহ নানা সুবিধা। ভাড়াও তুলনামূলক কম। প্রতি কিলোমিটার যাতায়াত ভাড়া ২০ টাকা। কিন্তু অত্যাধুনিক এই এম্বুলেন্সের সেবা বঞ্চিত হচ্ছে কুলাউড়ার মানুষ। কুলাউড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার দেওয়ান হোসেন জানান, কুলাউড়া ফায়ার স্টেশনে ৪ জন ড্রাইভার নিযুক্ত আছেন। এরমধ্যে একজনকে বড়লেখায় প্রেষণে বদলি করা হয়েছে। আর যে ৩ জন ড্রাইভার কর্মরত আছেন তাদের মধ্যে কেউ না কেউ একজন ছুটিতে থাকেন। বিশাল এই কুলাউড়া উপজেলার জন্য ২ জন ড্রাইভার সার্বক্ষণিক প্রয়োজন। ফলে অনেকটা বাধ্য হয়েই এম্বুলেন্স সার্ভিসে দেয়া সম্ভব হয় না। যদি প্রেষণে বড়লেখায় দায়িত্বরত ড্রাইভারকে ফিরিয়ে আনা যায়, তাহলে এম্বুলেন্সটি জনসাধারণের ব্যবহারের জন্য দেয়া যেতে পারে।