বিশ্বজিৎ রায়, কমলগঞ্জ প্রতিনিধিঃ মৌলভীবাজারের কুলাউড়ায় নতুন ইউএনও হিসেবে যোগ দিচ্ছেন তাহসিনা বেগম। তিনি বর্তমানে সুনামগঞ্জ সদর উপজেলায় ইউএনওর দায়িত্বে রয়েছেন। আগামী সপ্তাহে তিনি নতুন কর্মস্থল কুলাউড়ায় এসে যোগদান করার কথা রয়েছে। তাহসিনা বেগম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজী সাহিত্যে অনার্স মাস্টার্স সম্পন্ন করেন। পরে বিসিএস কোয়ালিফাই করেছেন। তিনি দেশের বিভিন্ন জেলা প্রশাসকের কার্যালয়ে সহকারী কমিশনারের দায়িত্ব পালন করে উপজেলা পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি)’র দায়িত্ব পালন করেছেন। তাঁর স্বামী মোঃ শহীদুল হক শ্রীমঙ্গলের উপজেলা নির্বাহী কর্মকর্তা। তারা ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের অধিবাসী।