জগন্নাথপুরে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮
ডেস্ক রিপোর্টঃ জগন্নাথপুর সংঘর্ষের ঘটনায় ৮ জন আহত হয়েছেন। রোববার (১৭ জানুয়ারি) উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, গ্রামের পাশে জমিতে পানি সেচকালে সুজন মিয়ার একটি পানির মেশিন চুরি হয়। এ নিয়ে গত রোববার সন্ধায় গ্রামের সুজন মিয়া ও জাহাঙ্গীর মিয়ার মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে সুজন মিয়া, সিপন মিয়া, জুনাব আলী, আব্দুল ওয়াহিদ, জাহাঙ্গীর মিয়া, জাহির আলীসহ উভয় পক্ষের কমপক্ষে ৮ জন আহত হন।
আহতদের মধ্যে ৬ জনকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।