ছ’কুড়ি বছর অতিক্রম করলেন জগন্নাথপুরের ‘হাজী আতরজান বিবি’

Atorjan Bibiডেস্ক রিপোর্টঃ জগন্নাথপুর থানার খাগাউড়া গ্রামে ছ’কুড়ি বছর অতিক্রম করলেন ‘হাজী আতরজান বিবি’। জানা যায় জগন্নাথপুর থানা এমকি সুনামগঞ্জ জেলার মধ্যে এমন বয়বৃদ্ধ মহিলা পাওয়া দূষকর। তিনি এখনও সর্বদায় নামায ও কোরআন নিয়ে ব্যস্থ থাকেন। চোখে একটু কম দেখলেও মানুষের কথা শুনে চিনতে পারেন। সবচেয়ে আর্শ্চয়ের বিষয় উনি এখনও আল্লাহর রহমতে হাটা চলা করতে পারেন। তারচেয়েও অবাক করা বিষয় উনার একটিও দাঁত পড়েনি, সবগুলো ভেঙ্গে ভেঙ্গে যাচ্ছে। এখন তার প্রিয় খাবারের তালিকা টোষ্ট বিস্তুক, চকলেট এবং শুকনা টুকরো সুপারী। আল্লাহর অশেষ মেহেরবানীতে উনি ১৯৮৬ সালে উনার ছোটমেয়ের সাথে হজ্ব করেছিলেন। উনার বড় মেয়ের বয়স ৮১ বছর (জীবিত), উনার বড় ছেলের বয়স ৭৬ (জীবিত), উনার ছোট মেয়ের বয়স ৬৫ (জীবিত), উনার মেজ ছেলের বয়স ৭১ (জীবিত), কিন্তু উনার ছোট ছেলে ৪৫ বছর বয়সে ১৯৯৩ সালে মারা যান। সবচেয়ে বড় নিয়ামত হলো উনি এত বৃদ্ধবয়সে নামাজ, রোজা এবং কোরআন তেলোয়াত করেন। উনি যেন আরো বেশীদিন বেঁচে থাকেন এর জন্য সবার কাছে দোয়া প্রার্থনা চেয়েছেন।

হাজী ফুলমালা (মেয়ে)
লন্ডন প্রবাসী
হাজী সেলিম মিয়া (নাতি)
লন্ডন প্রবাসী
রোজিনা বেগম (নাতিন)
লন্ডন প্রবাসী
সোয়েব মিয়া (নাতি)
পর্তুগাল প্রবাসী
লিটন মিয়া (নাতি)
জার্মান প্রবাসী
শাহজান মিয়া
শাহজাদ মিয়া
ফরাছ মিয়া এবং আরজান মিয়া সহ অসংখ্য নাতি-নাতনি সহ পরিবারবর্গ।