বালাগঞ্জে দু’ডজন পাঁকা সড়কের বেহাল অবস্থা

চরম দূর্ভোগে স্বীকার যাত্রী সাধারণ : জরুরী বিত্তিতে সংস্কারের দাবি

2এসএম হেলাল, বালাগঞ্জ: বালাগঞ্জ উপজেলার দু’ডজন গুরুত্বপূর্ণ পাঁকা সড়কের বেহাল অবস্থা। এর মধ্যে ৪/৬ টি সড়কে খানাখন্দের সৃষ্টি হয়ে এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। দায়সারা সংস্কার এবং নিম্ন মানের নির্মাণ সামগ্রী ও কাজের অনিয়মের কারণে নতুন পুরাতন মিলে আরো ১৭/১৮ টি সড়কের বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। যেকোন সময় বড় ধরণের দূর্ঘটনার আশংকায় সচেতন যাত্রীরা কয়েকটি সড়ক দিয়ে ইতিমধ্যে অনেকেই যাতায়াত বন্ধ করে দিয়েছেন। বিভিন্ন স্থানে বড় ধরণের গর্ত হওয়ার কারণে বৃষ্টি পানি জমা হয়ে অটোরিক্সা (সিএনজি) মটর সাইকেল, প্রাইভেটকার এমনকি কোন কোন সময় যাত্রীবাহীবাসও আটকা পড়ে যায় গভীর গর্তের মধ্যে। ফলে নারী, শিশু, সাধারণ মানুষের ভোগান্তির শেষ নেই। সংশ্লিস্ট কর্তৃপক্ষের কাছে ভোক্তভোগীদের দাবি জরুরী বিত্তিতে সড়কগুলোর সংস্কার করা হউক।
03সরেজমিন পরিদর্শনকালে দেখাযায়, বালাগঞ্জ উপজেলার গুরুত্বপূর্ণ প্রায় দু’ডজন সড়কেরই অবস্থা বেহাল। এর মধ্যে ৪/৬ টি সড়কে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়ে এখন যেন মরণফাঁদে পরিণত হয়েছে। ইতিমধ্যে বেগমপুর-জগন্নাথপুর সড়কে বাস চলাচল বন্ধ হয়ে গেছে। এ ছাড়া সব চেয়ে খারাপ অবস্থা দয়ামীরবাজার-দেওয়ানবাজার সড়ক, বালাগঞ্জ-ফেন্সুগঞ্জ সড়ক, সিলেট-সুলতানপুর-বালাগঞ্জ সড়কের মোরার বাজার থেকে জামালপুর বীজ পর্যন্ত, দয়ামীর- মাদারবাজার সড়ক, তাজপুর-চান্দাইরপাড়া সড়ক, মাদ্রাসাবাজার-খালেরমুখ বাজার সড়কের মাদ্রাসাবাজার অংশ, নাজির বাজার সেতু থেকে খন্দকারবাজার, কুরুয়া বড় ধিরারাই ভায়া নতুন বাজার সড়ক, সোয়াগাঁও নতুনবাজার ভায়া পারকুল সড়ক, দয়ামীর- রোকনপুর সড়ক, তাজপুর (কদমতলী)-পাঁচপাড়া সড়ক, তাজপুর-রঙ্গিয়া সড়ক, তাজপুর-সৎপুর ভায়া ভাড়েরা সড়ক, তাজপুর-খাদিমপুর ভায়া মান্দারুকা সড়ক, তাজপুর-খাশিপাড়া সড়ক, গোয়ালাবাজার-নয়াবন্দর সড়ক, ব্রাহ্মণগ্রাম-এওলাতৈল সড়ক, বুরুঙ্গা সড়ক, কলারাই-মোবারকপুর-গাভুরটিকি সড়ক, কাগজপুর-হাজীপুর সড়ক, বেগমপুর-হাজীপুর ভায়া কিয়ামপুর সড়ক, বেগমপুর-জগন্নাথপুর সড়ক, শেরপুর-প্রেমবাজার ভায়া খসরুপুর সড়ক, গোয়ালাবাজার-স্কুলরোড ভায়া পূর্ব ব্রাম্মনগ্রাম সড়কসহ উপজেলার কমবেশী গুরুত্বপূর্ণ প্রায় সকল সড়কেরই অবস্থা অত্যান্ত নাজুক। প্রতিদিন চরম ঝঁকি নিয়ে এই ভাঙ্গা সড়ক সমুহ’র যানবাহন করলেও এর মধ্যে ৭/৮ টি সড়ক যেন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে গেছে। এ অবস্থায়ও প্রয়োজনের তাগিদে মটর সাইকেল, অটোরিক্্রা (সিএজি) যাত্রীবাহীবাস ছাড়াও মালবাহী ট্রাক চলাচল করছে। এছাড়া বাকী সড়ক সমুহে যান চলাচলের উপযোগী থাকলেও বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে গিয়ে ছোট বড় লক্ষ লক্ষ গর্তের সৃষ্টি হয়েছে। এতে করে জনসাধারণের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। উল্লেখিত সড়ক বর্তমানে সংস্কার না হওয়ায় জনসাধারণের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হচ্ছে। যথা সম্ভব সংশ্লিষ্ট কর্তৃপক্ষের শীঘ্রই রাস্তাটি মেরামত করা উচিত বলে সচেতন মহল মনে করছেন।
আলাপকালে সড়কে চলাচলকারী অটোরিক্সা (সিএনজি) চালক মো. সমুজ মিয়া, ট্রাক চালক ছালামত খান এবং মিনিবাস চালক আশিক মিয়া সবুজ সিলেটকে বলেন, বড় বড় গর্ত আর ভাঙ্গনের কারণে প্রতিদিন গাড়ীতে কাজ করাতে হয়, গাড়ী বিকল হলে কিছুক্ষণের মধ্যেই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে করে আমাদের নানা ভাবে ক্ষতিগ্রস্থ হতে হয়। অনেক সময় বাকবিতর্ক এবং যাত্রীদের সাথে অযথা ঝগড়া বিবাদ এমনি কি মাঝে মধ্যে চিন্তাই কারীদের কবলেও পড়তে হয়।
সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) (৭০৭)’র কার্য্যকরি কমিটির সভাপতি মো. সুন্দর আলী খান জানান, ব্যস্ত এ সড়ক সমুহ দিয়ে বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রী, শিক্ষক, চাকুরীজীবী, শ্রমিকসহ সকল শ্রেণীর হাজার হাজার যাত্রী এবং এলাকার ব্যবসায়ীদের নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে প্রতিদিন শতাধিক অটোরিক্সা ছাড়াও প্রায় সব প্রকার অসংখ্য যানবাহন যাতায়াত করে। এতে যাত্রী, চালক ও যানবাহনের সীমাহীণ অসুবিদা হচ্ছে।
দয়ামীর বাজারের ব্যবসায়ী আব্দুল আলী, মোরারবাজারের হুশিয়ার আলী, মাওলানা আসাদুজ্জামান, মাদ্রাসাবাজারের রাজু খান, খন্দকার বাজারের কবির আহমদসহ বেশ কয়েকজন ব্যবসায়ী বলেন, ঈদ আসন্ন, প্রয়োজনের তাগিদে মানুষ এখন শহর মূখি। পণ্য সামগ্রী আনা নেওয়া করতে অনেক দূর্ভোগ পোহাতে হয়। রাস্তা বেহাল অবস্থায় কারণে অধিক হারে আমাদেরকে পরিবহন ভাড়া বহন করতে হচ্ছে। কর্তৃপক্ষে কাছে ব্যবসায়ীরা শ্রীগই নিজ নিজ এলাকার এ রাস্তা মেরামতের জন্য দাবি জানান।
বালাগঞ্জ উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, যুগ্নসাধারণ সম্পাদক এমএ মতিন চেয়ারম্যান, ওসমানী নগর থানা জাপা’র সাধারণ সম্পাদক মকবুল হোসেনসহ আরো অনেকেই বলেন, বর্তমান সরকার জনগনের অনেক চাহিদা ও স্বপ্ন বাস্তবায়ন করেছে। বালাগঞ্জ উপজেলাবাসীর দূর্ভোগ লাঘবে জরুরী ভিত্তিতে ৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মাহমুদ উস সামাদ চৌধুরী ও ২ আসনের সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া সাহেবের মাধ্যমে, গুরুত্বপূর্ণ সড়ক সমুহের সংস্কার কাজের ব্যবস্থা গ্রহনে জন্য তাঁরা সংশ্লিষ্ট মন্ত্রণালয়সহ কর্তৃপক্ষের নিকট জোরদাবি জানান।
বালাগঞ্জ উপজেলা এলজিআরডি প্রকৌশলী বিশ্বজিৎ দত্ত উপজেলা বিভিন্ন সড়কের খারাপ অবস্থার কথা স্বীূকার করে তিনি জানান, ইতিমধ্যে আমাদের উর্দ্ধতন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে সকল ভাঙ্গা সড়কের তালিকা প্রদান করা হয়েছে। আশা করি অচিরেই ব্যবস্থা গ্রহন করা হবে। এছাড়া দয়ামীরবাজার-দেওয়ানবাজার সড়কের টেন্ডার হয়েছে শীগ্রই মেরামত কাজ শুরু হবে।