বঙ্গোপসাগরে ২৫ জেলে অপহৃত, মুক্তিপণ দাবি

7-6-400x225ডেস্ক রিপোর্টঃ বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে সুন্দরবন উপকূল এলাকায় ২৫ জেলে অপহৃত হয়েছে। জলদস্যুরা তাদের কাছ থেকে মুক্তিপণ দাবি করেছে।কুতুবদিয়া উপজেলার কয়েকটি ফিশিং ট্রলারে করে এসব জেলে সাগরে মাছ ধরতে গিয়েছিল।বৃহস্পতিবার সন্ধ্যায় কুতুবদিয়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ট্রলার মালিকরা এ তথ্য জানান।সংবাদ সম্মেলনে বলা হয়, গত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত গভীর সাগরের সুন্দরবন উপকূলের বড়খালী ও মেহের আলীর চর এলাকায় শতাধিক ফিশিং ট্রলার ডাকাতির শিকার হয়। এসব ট্রলারের মাছ-জাল লুট করার পাশাপাশি প্রতি ট্রলারের দুই-তিন জন করে জেলেকে অপহরণ করা হয়। এর মধ্যে কুতুবদিয়ার ১২টি ফিশিং ট্রলারও রয়েছে। এসব ট্রলারের ২৫ জন জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হচ্ছে। মুক্তিপণ না দিলে জেলেদের মেরে ফেলার হুমকিও দিয়েছে জলদস্যুরা।ট্রলার মালিকরা কুতুবিদয়ার অপহৃত জেলেদের ১৮ জনের নাম উল্লেখ করতে পারলেও সাত জনের নাম জানাতে পারেননি তারা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ট্রলার মালিক রত্নসেন, আলমগীর, শেখ কামাল, বিভীষণ, রশিদ আহমদসহ অপহৃতদের কয়েকজন স্বজন।কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংসা থোয়াই জানান, কুতুবদিয়ার ১২টি ট্রলার ডাকাতির শিকার হয়েছে। এ নিয়ে সংবাদ সম্মেলন হয়েছে বলেও শুনেছেন তিনি।