দশ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

BSFডেস্ক রিপোর্টঃ বেনাপোল সীমান্তে দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) বাংলাদেশি দশ নারী-পুরুষকে ফেরত দিয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে তাদের ফেরত দেয়া হয়।সীমান্তের চোরাই পথ দিয়ে বিভিন্ন সময়ে তারা ভারতে যায়। কয়েক বছর আগে দেশটির আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে ধরা পড়ে তারা এতদিন জেলখানায় ছিল। একপর্যায়ে জেল থেকে ছাড়া পেলে আবারো তারা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হয়। এরপর আইন-শৃঙ্খলা রক্ষকারী বাহিনী তাদেরকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর হাতে তুলে দেয়।বৃহস্পতিবার রাত ১১টার দিকে ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প সদস্যরা বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের সীমানা দিয়ে তাদেরকে ফেরত পাঠায়। এসময়ে বেনাপোল বিজিবি ক্যাম্প সদস্যরা তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে। দশ বাংলাদেশি নারী-পুরুষ হলেন, বাগেরহাটের মফিজুরের ছেলে রাজন (২০), নোয়াখালীর মোহাম্মদ আলীর ছেলে রনি (২১), শাহিনুরের স্ত্রী শিল্পী বেগম (৪২), সঙ্গে শিশু পরি খাতুন (৩), মিনাল (৭), রসনা (১৭), যশোরের রাশেদুলের স্ত্রী আসিমন বেগম (২৩), শিশু ফাতেমা (৪), মানিকগঞ্জের চাঁদ মোহনের স্ত্রী সন্ধ্যা রানী (৫৫) ও টাঙ্গাইলের সাধু চরণের ছেলে রূপচাঁদ অধিকারী (৩৫)।বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েব সুবেদার নজরুল ইসলাম বলেন, “ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বৃহস্পতিবার রাত ১১টার দিকে বাংলাদেশি দশ নারী-পুরুষকে আইসিপি ক্যাম্পের অধিভুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করায়। পরে বিজিবি তাদের আটক করে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করে।”