বঙ্গবন্ধুর জন্মদিন অনুষ্ঠান থেকে দেশীয় অস্ত্রসহ চালক আটক

2খাগড়াছড়ি প্রতিনিধি :: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উপলক্ষ্যে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগের বিবাদমান দুটি গ্রুপের পৃথক পৃথক কর্মসূচি চলাকালে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও লাঠিশোটাসহ একজনকে আটক করেছে খাগড়াছড়ি সদর থানা পুলিশ। বৃহস্পতিবার বেলা ১১টার দিকে শোভাযাত্রা শেষে খাগড়াছড়ি পৌর টাউন হলের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণের সময় বাইরে থাকা চাঁদের গাড়ি থেকে ২১টি দা, ১টি রাম-দা, শতাধিক গাছের সাইজ করা লাঠি উদ্ধার করে পুলিশ। এ সময় গাড়ির চালক মো. লিয়াকত আলীকে (৩৫) আটক করে পুলিশ। খাগড়াছড়ি সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন ভুইয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে খাগড়াছড়ি টাউন হলের সামনে থাকা চাঁদের গাড়িতে তল্লাসি চালিয়ে এসব অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটক গাড়িচালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি। এসময় চাঁদের গাড়ি থেকে খাগড়াছড়ি জেলা আওয়ামী লীগ এবং জেলা প্রশাসনের নামে পৃথক দুটি ব্যানার উদ্ধার করে পুলিশ। তবে জেলা আওয়ামী লীগের কোনও পক্ষই আটক দেশীয় অস্ত্রশস্ত্রের বিষয়ে দায় স্বীকার করেনি। তবে এর আগে জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের বিভক্ত দুটি গ্রুপ অংশগ্রহণ করে।