গৃহবধূ মুন্নী হত্যার প্রতিবাদে এবং ওসি,এসআইকে অপসারণের দাবীতে মানব বন্ধন
মোগলাবাজার থানাধীন জালালপুর গোজারখান্দি গ্রামে পাষন্ড স্বামী লিটন চন্দ্রনাথ কর্তৃক গৃহ বধূ মুন্নী দেবনাথ শিল্পী হত্যার প্রতিবাদে এবং মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল ও এস আই কামরুজ্জামানের অপসারণ এবং হত্যা মামলা রেকর্ড করার দাবীতে গতকাল মঙ্গলবার এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে নগরীর কোর্ট পয়েন্টে এক মানব বন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়। এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন সিলেট মহানগরের সভাপতি রেহানা ফারুক শিরিনের সভাপতিত্বে ও সংগঠনের উপ পরিচালক (প্রশাসন) ও সিটি কাউন্সিলর শামীমা স্বাধীনের পরিচালনায় বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা আব্দুস সোবহান, মহানগর যুবলীগ নেতা ছাদিকুর রহমান ছাদিক, সংগঠনের উপপরিচালক (প্রশাসন) সিটি অঞ্চল মুমিনুর রহমান জনি, মহিলা আ’লীগ নেত্রী স্বপ্না বেগম, মহিলা পরিষদ এর আন্দোলন সম্পাদিকা রাহিলা জেরিন কানন, সংগঠনের সদস্য রুকসানা বেগম, সাফিয়া বেগম, রিপন মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সাহেদ খন্দকার, মুক্তা চৌধুরী, জয়ন্তী দেবনাথ, জাসাস নেতা কয়েছুর রহমান সাগর, জালাল উদ্দিন শামীম প্রমূখ।
মানব বন্ধনে বক্তারা বলেন, গৃহবধূ মুন্নী দেবনাথ শিল্পীকে পরিকল্পিতভাবে পাষন্ড স্বামী লিটন চন্দ্রনাথ হত্যার পর ঐ এলাকায় জনমনে নানান প্রশ্ন দেখা দেয়। মুন্নীর নিরীহ বোন জয়ন্তী দেবনাথ মোগলাবাজার থানায় হত্যা মামলা দাখিল করিলে অদ্যবধি দেড় মাস অতিবাহিত হয়ে যাওয়ার পরও অজ্ঞাত কারনে মোগলাবাজার থানার ওসি খায়রুল ফজল মামলাটি রেকর্ড করেননি। তাই মানব বন্ধন থেকে অনতিবিলম্বে ওসি ও এস আইকে অপসারণ করতে হবে এবং ঐ থানায় নতুন কর্মকর্তা দিয়ে মামলা রেকর্ড করে আসামীদের আইনের আওতায় এনে ফাঁসির দাবী জানান।