কুমারপাড়ায় সড়ক দুর্ঘটনায় সাংবাদিক দিপু ও বাবর আহত
ডেস্ক রিপোর্টঃ নগরীতে সড়ক দুর্ঘটনায় দুই সাংবাদিক আহত হয়েছেন। শনিবার রাত ৯ টায় নগরীর কুমারপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। আহতরা হলেন দৈনিক সকালের খবরের স্টাফ রিপোর্টার দিপু সিদ্দিকী ও বাংলা ভিশনের ক্যামেরা পার্সন বদরুর রহমান বাবর।
জানা যায়, কুমারপাড়া থেকে মোটরসাইকেলযোগে জিন্দাবাজার যাওয়ার পথে মা-মনি ক্লিনিকে পৌছুঁলে বিপরীত দিক থেকে আসা একটি ব্যাটারি চালিত রিকশার সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী দুই সাংবাদিক আহত হন। তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।