কুলাউড়া সীমান্তে বাংলাদেশীকে ফিরিয়ে আনতে ২য় দফা পতাকা বৈঠক

bgb bsfডেস্ক রিপোর্টঃ মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বিএসএফের আটক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশী ইরা মিয়াকে ফিরিয়ে আনতে বিজিবি-বিএসএফ’এর ২য় দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার দুপুরে কুলাউড়া উপজেলার চাতলাপুর চেকপোষ্ট এলাকায় বিজিবি ও বিএসএফের মধ্যে ২য় দফা পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ভারতে আটক মানসিক ভারসাম্যহীন বাংলাদেশীকে ফেরৎ দিতে বিএসএফের প্রতি জোর দাবি জানিয়েছে।
শ্রীমঙ্গলস্থ ৪৬ নং বিজিবি ব্যাটেলিয়ন কমান্ডার ল্যাফটেন্টে কর্ণেল নাসির উদ্দীন জানান, গত রোববার (৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় চাঁন্দপুর গ্রাম সংলগ্ন ১৮৬১ নং সীমান্ত খুটি এলাকা থেকে বিএসএফ ইরা মিয়া (৬০) নামের মানসিক প্রতিবন্ধী বাংলাদেশীকে বিএসএফ ধরে নিয়ে যায়। আটক ইরা মিয়াকে ফেরৎ দিতে ৫ জানুয়ারি চাতলাপুর চোকপোষ্ট এলাকায় বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে প্রথম দফা বৈঠক হয়েছিল।
শনিবার (৯ জানুয়ারি) দুপুরে আবারও একই স্থানে বিজিবি ও বিএসএফের কোম্পানী কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ধরে নেওয়া মানসিক প্রতিবন্ধী বাংলাদেশীকে ফেরৎ দিতে জোর দাবি জানানো হয়।
তবে বিএসএফ জানিয়েছে, ধরে নেওয়া ইরা মিয়াকে ভারতের ঊনকোটি জেলার কৈলাসহর থানায় সোপর্দ করলে পুলিশ সীমান্তের কাটা তারের বেড়া কাটার চেষ্টার অভিযোগে একটি মামলা করেছে। এ মামলায় এখনও কোন শুনানি হয়নি। তবে ইরা মিয়ার ডাক্তারি পীরক্ষার পর কৈলাসহর কারাগারে নিরাপত্তা হেফাজতে তাকে পাঠানো হয়েছে।