কবিতা আয়না

আয়না
সঞ্জয় আচার্য

রূপ দেখে তর সয়না
মনের ভেতর আয়না।

ঝুমকো জবার গয়না
মন ঘরে আর রয়না।

সোনার কাঁকন বাজছে
চিকন নূপুর হাসছে।

সিঁদুর মাথায় ঘোমটা
জানিনা অই নামটা।

সাজলে নতুন বাহারে
বলব কি আর আহা রে!

রাগ কর না সেই খনে
বিজন কোণে আনমনে।