পউষালি : সঞ্জয় আচার্য

প্রৌঢ় শীতে জ্বলছে ঘরে পিদিম একা
ছড়িয়ে আলো তোমার থেকে আমার মনে
এত আলো লুকিয়ে কি আর যায় গো রাখা
সবার থেকে আড়াল করে সংগোপনে।

আলো আমার আলো
মধ্যরাতে কেউ এসে তায় চুরি করে নিল
রাত জাগা চাঁদ তাও মিলাল, ফুটল ভোরের আলো।

পাড়া-পড়শি জোটে ঘরে। কি হল কাল রাতে?
লুকিয়ে আলো, আছ ভালো, পউষালি এই প্রাতে
বুলবুলিতে ধান খাওয়া আর বর্গী আসার দেশে
আলোর পিছে ছোটার নেশা সেটাই বা কম কিসে!

হাতে নিয়ে ভিক্ষাপাত্র
‘দাও, আলো দাও’ বলে ঘুরি শহর, সর্বত্র
দিনের শেষে কানাকড়ি, দু-চার আনা মাত্র।

বন্ধুরা কেউ এই পাড়াতে চায় না যে আর আসতে
পারছে কি কেউ আগের মত আমায় ভালবাসতে?
জোটছে না কেউ ছাতিম তলায়, ভুবনডাঙার পথে
বকুলতলায় বাসরসজ্জা হয় না অলক্ষিতে।

থাকবে বসে বল?
বেশভূষাতে সুঠাম তোমার দিন কবে ফুরাল?
মরার আগে আরেকটা বার আগুন নিয়ে খেল।

আগুন নিয়ে জ্বালাও আলো, শহরজুড়ে লাগুক আলো
শীর্ণ দেহ জুড়াই আলোয়, প্রৌঢ় শীতে লাগুক ভাল।