আফগানিস্তানে ভারতীয় কনস্যুলেটে জঙ্গি হামলা

afganistan_97253 (1)ডেস্ক রিপোর্টঃ গতকাল রবিবার গভীর রাতে হঠাৎ বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে আফগানিস্তানের মাজার-ই-শরিফের ভারতীয় কনস্যুলেট চত্বর। কনস্যুলেট সূত্রে জানা যায়, গভীর রাত পর্যন্ত কনস্যুলেটের ঠিক পাশেই একটা তিনতলা বাড়ি থেকে গুলি চালায় দুই জঙ্গি। অবশ্য শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গেছে, ওই দুই জঙ্গি নিহত হয়েছে।
উল্লেখ্য, কিছু দিন আগেই আফগানিস্তান সফরে গিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কনস্যুলেটে কর্মরত এক কর্মকর্তা গভীর রাতে সংবাদ সংস্থায় টেলিফোন করে জানান, ‘‘আমরা আক্রান্ত। জঙ্গিদের সঙ্গে সংঘর্ষ চলছে।”
এর কিছু ক্ষণ পরে আরেক কর্মকর্তা আশ্বস্ত করেন যে, তাঁরা সবাই নিরাপদে আছেন।
অসমর্থিত সূত্রে জানা যায়, কনস্যুলেটের দুই স্থানীয় নিরাপত্তারক্ষী এই হামলায় আহত হয়েছে। তবে কনস্যুলেট সূত্রে এ বিষয়ে কিছু জানা যায়নি।
এখনও পর্যন্ত কোনও জঙ্গি গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। প্রথম দফায় ২০ মিনিট ধরে হামলা চালায় জঙ্গিরা। তখনই দুই জঙ্গি নিরাপত্তারক্ষীদের গুলিতে মারা যায়। বাকি দুজন কনস্যুলেটের পাশেই একটি তিনতলা বাড়ি থেকে রাত পর্যন্ত হামলা চালিয়ে গিয়েছে। স্থানীয় পুলিশ জানিয়েছে, এলাকাটি ঘিরে ফেলেছে তারা।