জেএমবি সম্পৃক্ততা: চবির তিন ছাত্র ফের রিমান্ডে
ডেস্ক রিপোর্টঃ জেএমবি সদস্য সন্দেহে গ্রেপ্তার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্রকে ফের চার দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার চট্টগ্রাম জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মাহমুদুল হাসান এ আদেশ দেন।
চট্টগ্রাম জেলা পুলিশের ওসি (প্রসিকিউশন) এইচএম মশিউর রহমান জানান, হাটহাজারী থানার অস্ত্র আইনের মামলায় তাদের ১০ দিনের রিমান্ড চাওয়া হলে আদালত প্রত্যেকের চার দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
এর আগের দিন বায়েজিদ থানার অন্য দুটি মামলায় এই তিন জনের চার দিন করে রিমান্ডের আদেশ দেন চট্টগ্রাম মহানগর হাকিম আদালত।
গত ২৬ ডিসেম্বর নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে নাইমুর রহমান নয়ন, ফয়সাল মাহমুদ ও শওকত রাসেল নামে এই তিন জনকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
এর দুদিন পর কর্ণফুলী থানায় গত ৬ অক্টোবর দায়ের হওয়া সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তাদের পাঁচ দিন করে রিমান্ডে পায় পুলিশ।
এর পর ২৯ ডিসেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যা বিভাগের এ তিন শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করে কর্তৃপক্ষ।