৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাজী মেরাজের নেতৃত্বে সিলেট ছাত্রদলের বিশাল র‌্যালী

প্রতিষ্ঠালগ্ন থেকে ছাত্রদল জাতির আশা-আকাঙ্খা পুরনে অগ্রনী ভুমিকা পালন করে যাচ্ছে
——সিলেট ছাত্রদল

Sylhet ChatroDol ProtistaBarsiky Rally Photo -01-01-16জাতির আশা-আকাঙ্খার পুরনের মহান লক্ষ্য নিয়ে মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জাতির যে কোন দুর্দিনে অতন্দ্র প্রহরীর ভুমিকা পালন করে আসছে। শহীদ জিয়ার আদর্শের লড়াকু সংগঠন ছাত্রদলকে ধ্বংস করার জন্য নানা ষড়যন্ত্র করা হয়েছে। আজও সুগভীর ষড়যন্ত্র চলছে। সকল ষড়যন্ত্রের জাল ছিন্ন করে ছাত্রদল আজ দক্ষিণ-পুর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠনে পরিনত হয়েছে। সময়ের অপরিহার্য দাবীর প্রেক্ষিতে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা ও গনতন্ত্র পুনরুদ্ধারে ছাত্রদলকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
শুক্রবার বিকেলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর ৩৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সিলেট ছাত্রদলের উদ্যোগে ছাত্রনেতা কাজী মেরাজের নেতৃত্বে নগরীতে বিশাল ও বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি নগরীর আলিয়া মাদ্রাসা ময়দান থেকে শুরু করে আম্বরখানা পয়েন্ট হয়ে সুবিদবাজার পয়েন্টে গিয়ে সমাপ্ত হয়। সিলেট মহানগর ছাত্রদল নেতা ও মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি কাজী মেরাজ-এর সভাপতিত্বে ও মহানগর ছাত্রদল নেতা দেওয়ান আরাফাত চৌধুরী জাকিরের পরিচালনায় অনুষ্ঠিত র‌্যালী পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন।
র‌্যালী পুর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন ও র‌্যালীতে অংশ নেন- সাবেক সিলেট জেলা ছাত্রদল নেতা শোয়েব চৌধুরী, মাসরুর চৌধুরী, জেহিন আহমদ, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সভাপতি জামাল আহমদ খান, সাবেক মহানগর ছাত্রদল নেতা আমিনুল ইসলাম আমিন, মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম টিপু, যুগ্ম সম্পাদক এস.এম সেফুল, জেলা ও মহানগর ছাত্রদল নেতা সেলিম আহমদ, বাছিত আহমদ, আনোয়ার হোসেন রাজু, নাহিয়ান আহমদ রিপন, সায়েম আহমদ, রাহাত আহমদ টিপু, ইমরান সিদ্দীকি সৌরভ, নাবিল রাজা চৌধুরী, লুৎফুর রহমান মোহেন, রুবেল আহমদ, রাসেল তালুকদার, নেওয়াজ আহমদ, কাওছার আহমদ, আলমগীর হোসেন, বেসরকারী বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা দেলোয়ার হোসেন আপন, রুবেল আহমদ, সৈয়দ আব্দুর রহমান তামিম, আহমেদ আরমান মালিক, খায়রুল বক্স, কামাল আহমদ, বেলাল আহমদ খান, শফিক আহমদ, জামাল আহমদ, সবুজ আহমদ, সাইদুর রহমান, সোহাগ আহমদ, আব্দুল মুহিত, কালাম আহমদ, মাহমুদুল হাসান সাগর, রাজা মিয়া, জাহাঙ্গীর আলম, আব্দুল মুমিন, খালেদ আহমদ, পিংকু দেব, মোস্তাক আহমদ, মুহিন আহমদ, জাহাঙ্গীর আহমদ, শিপন আহমদ, জাহেদ আহমদ, রুমন আহমদ, জালাল খান, সাব্বির খান, আবির দেব, সোহাগ আহমদ, জাহেদ আহমদ খান, জুবের আহমদ, জুনায়েদ আহমদ শিবাম, মদন মোহন কলেজ ছাত্রদল নেতা মাসুমুর রহমান মাসুম, এমসি কলেজ ছাত্রদল নেতা আব্দুল মতিন, সুলেমান আহমদ, সরকারী কলেজ ছাত্রদল নেতা রশীদ আহমদ, শাহপরান থানা ছাত্রদল নেতা ফাহাদ আহমদ, মুকিত আহমদ, জামাল আহমদ, আশিক আহমদ, শাহরিয়ার আহমদ সামাদ, জনি রায়, পল্লব আহমদ, সজীব আহমদ, মান্না দে, ফরিদ আহমদ, জহির আহমদ, রুহিত পাল, রানা আহমদ টিপু, রনি পাল, শোয়েব, মাহি, অনিক, সারজুল, শাহীন, সুজন ও সায়েক প্রমুখ।