চাঁদপুরে পুলিশের ১৫ রাউন্ড গুলি, গুলিবিদ্ধ ১
ডেস্ক রিপোর্টঃ চাঁদপুরে ৫টি পৌরসভায় সকালে শান্তিপূর্ণভাবে ভোট গ্রহন শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে দু’একটি কেন্দ্রে বিচ্ছিন্ন ঘটনার সৃষ্টি হয়। মতলব পৌরসভার দক্ষিণ বাইশপুর ভোট কেন্দ্রে ব্যালট পেপার ছিনতাইকালে পুলিশ ১৫ রাউন্ড গুলি বর্ষণ করে। এতে ১০জন আহত হয়। এদের মধ্যে একজন গুলিবিদ্ধ হয়েছে। প্রায় আধা ঘণ্টা বন্ধ থাকার পর সেখানে পুনরায় ভোট শুরু হয়।
এছাড়া ঐ পৌরসভার উত্তর বাইশপুর কেন্দ্রে হট্টগোলের কারণে কিছু সময় ভোট গ্রহন বন্ধ থাকে। রিটার্নিং অফিসার ফারহানা ইসলাম গুলি বর্ষণের কথা স্বীকার করেছেন।
চাঁদপুরের অন্যান্য পৌরসভার বিএনপি মনোনীত প্রার্থীরা অভিযোগ করছেন তাদের সমর্থিতদের ভোট প্রদানে বাধা দেওয়া হচ্ছে। এ অভিযোগের ব্যাপারে সংশ্লিষ্ট প্রশাসন থেকে নিশ্চিত হওয়া যায়নি।
চাঁদপুর জেলা নির্বাচন কর্মকর্তা আতাউর রহমান জানান, কোথাও অনিয়ম হলেই ব্যবস্থা নেওয়া হবে।