বিজিবি’র গুলিতে ভারতীয় পাচারকারী নিহত

bgbসুরমা টাইমস ডেস্কঃ বর্ডার গার্ডস বাংলাদেশ বা বিজিবি’র গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। এ ঘটনায় আরও এক ভারতীয় নাগরিকের হাতে গুলি লেগেছে। ঘটনাটি পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি সীমান্তে ঘটেছে। ভারতের সীমান্ত-রক্ষী বাহিনী বিএসএফ বলছে, নিহত ব্যক্তিটির নাম বিটন। তিনি চোরাচালানের জন্য অভিযুক্ত।
সীমান্তের দুই দিকেই তার নাম পরিচিত দুষ্কৃতিদের তালিকায় রয়েছে। কিন্তু বিজিবি সদস্যরা ভারতীয় সীমান্তের ভেতরে এসে গুলি চালানোয় তীব্র অসন্তোষ জানিয়েছে বিএসএফ। বিএসএফের উত্তরবঙ্গ সীমান্ত অঞ্চলের এক শীর্ষ কর্মকর্তা বিবিসি বাংলাকে বলেছেন, ‘ভারতীয় সীমান্তের প্রায় দশ গজের মধ্যে থেকেই বিজিবি সদস্যদের হেলমেট, বুলেটপ্রুফ জ্যাকেট, গুলির খোসা প্রভৃতি পাওয়া গেছে। মঙ্গলবার সন্ধ্যায় সেগুলো একটি পতাকা বৈঠকের সময়ে বি জি বি অফিসারদের দেখানোও হয়েছে’। বিবিসি বাংলা