প্রথম কেমুসাস আবৃত্তি প্রতিযোগিতার উদ্বোধন

2nd day poem Caption26.12ঐতিহ্যবাহী কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ এর উদ্যোগে আয়োজিত আবৃত্তি প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথী বক্তেব্যে মদন মোহন কলেজের সাবেক অধ্যক্ষ কর্ণেল আতাউর রহমান পীর বলেন, আবৃত্তি একটি শিল্প। শিশুদের সুষ্ঠু মানসিক বিকাশের জন্য আবৃত্তি শিক্ষার বিকল্প নেই। আমরা সমাজে যদি আমাদের সন্তানদেরকে যোগ্য নাগরিক হিসাবে দেখতে চাই তাহলে তাদেরকে আবৃত্তিতে পারদর্শি করে তুলতে হবে। আবৃত্তি শিশুদের চিন্তাশীল ও মিথ্যা থেকে দুরে রেখে চলতে সহায়ক ভূমিকা পালন করে। কেমুসাসে’র সহ-সাধারণ সম্পাদক দেওয়ান আবুল হোসেন মাহমুদ রাজা চৌধুরী সভাপতিত্বে সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক আব্দুস সাদেক লিপন এডভোকেট এর পরিচালনায় বক্তব্য রাখেন কোষাধ্যক্ষ মোঃ ছয়ফুল করিম চৌধুরী হায়াত, পাঠাগার সম্পাদক নাজমুল আনসারী, কবি কামাল তৈয়ব, বাসিত ইবনে হাবিব, সফিকুর রহমান চৌধুরী, কবি মামুন সুলতান, মাসুদা সিদ্দিকা রুহী, ইসমত হানিফা চৌধুরী, নাঈমা চৌধুরী, মিনহাজ ফয়সল। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে আবৃত্তি প্রতিযোগিতা পরিচালনা করেন মামুন হোসেন বিলাল। বিজ্ঞপ্তি।