অভিশাপের বোঝা : এইচ.এম আলমগীর

পানি পানি করে
রাজনেরা মরে ,
পায়না পানি , পায় ধিক্কার
রক্তে রঞ্জিত নিথর দেহ
খোঁজতে মরন করে চিৎকার ।

নাড়ি ভূড়ি ছিড়ে
রাকিবেরা মরে
শকুনেরা লাফায় উল্লাস করে
মলদ্বারে ডুকিয়ে হাওয়া
হিংস্রতা সব ঝাড়ে ।
মরনের তরে দিয়ে সাড়া তাই
রাকিবেরা দির্ঘ নিশ্বাস ছাড়ে ।

পাখির মতো করে
ফেলানীরা মরে
দানবের চক্ষু খুশিতে লাল
ঝাঝড়া করে বুক ।
পরাপারে তাই ফেলানীরা জমায় পাড়ি
মানবতারে দিয়ে থুক !

এমন সব ঘটনার পরে
গাঁ উঠে শিউরে ,
এই অমানুষদের করতে বদ
নাই কি ধরায় কেউরে ?
আর কতো লাশ দেখতে হবে ?
গুনতে অভিশাপ ,
দিনে দিনে কি বাড়বে শুধুই
দানব,শকুনীদের পাপ ?

ফাঁসি নয় তারচেয়েও বেশী
কঠিন করা হোক সাজা ,
হয়তো তখন কমবে কিছু
অভিশাপের বোঝা ।