বরইকান্দিতে সুরমা নদী থেকে যুবকের মরদেহ উদ্ধার
ডেস্ক রিপোর্টঃ সিলেটের সুরমা নদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত পরিচয় এক যুবকের (১৮) মরদেহ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে মহানগরীর দক্ষিণ সুরমা থানা পুলিশ স্থানীয় বরইকান্দি গ্রামের ১নং সড়ক সংলগ্ন সুরমা নদী থেকে মরদেহটি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন সকালে মরদেহটি নদীতে ভাসতে দেখে স্থানীয় জনতা। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। দক্ষিণ সুরমা থানার বাস টার্মিনাল ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল ইসলাম বলেন, তার গায়ে সুয়েটার থাকলেও দেহের নিচের অংশ ছিলো বস্ত্রহীন। ধারণা করা হচ্ছে, কে বা কারা যুবককে হত্যা করে মরদেহ নদীতে ফেলে দিয়েছে। তার পরিচয় শনাক্তের চেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।