জগন্নাথপুরে বিএনপি প্রার্থীর অফিস ভাংচুর, আহত ৬

Jogonnathpur BNPজগন্নাথপুর প্রতিনিধি: জগন্নাথপুর পৌরসভার বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী কার্যালয় ভাংচুর চালিয়েছে বিএনপিরই আরেকটি গ্রুপ। এসময় দুই পক্ষের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উভয় পক্ষের ৬ জন আহত হয়েছেন। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় আবারো সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।

দলীয় ও স্থানীয় সূত্রে জানাগেছে, গত বুধবার দলীয় কোন্দল নিয়ে জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য কবির আহমদ ও যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল কাদিরের মধ্যে পৌর এলাকার বটেরতল নামক স্থানে হাতাহাতির ঘটনা ঘটে।

এরই জের ধরে বৃহস্পতিবার দুপুরে কবির আহমদের লোকজন বিএনপির প্রার্থীর কার্যালয় ভাংচুর করেন। এ সময় স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় কবির আহমদ ও আব্দুল কাদিরের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে উপজেলা যুবদল নেতা আলিম উদ্দিন (৪০), পৌর ছাত্রদল নেতা নুরুল আমিন (৩০), জুনেদ মিয়া (২৩), মঈন উদ্দিন (২৬) সহ ৬ নেতাকর্মী আহত হন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

খবর পেয়ে জগন্নাথপুর থানার ইমার্জেন্সি অফিসার এসআই আব্দুল কাদেরের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ যুক্তরাজ্য বিএনপি নেতা আব্দুল কাদির জানান, তুচ্ছ কথা নিয়ে কবির পক্ষের লোকজন অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালিয়ে নির্বাচনী অফিস ভাংচুর করেছে। জগন্নাথপুর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির প্রথম সদস্য কবির আহমদ পক্ষের উপজেলা যুবদলের যুগ্ম-আহবায়ক আবুল হাসিম ডালিম জানান, এটি কোন নির্বাচনী অফিস নয়। আমাদের পৌর বিএনপির অফিস। তাছাড়া আব্দুল কাদির যুক্তরাজ্যের বহিস্কৃত বিএনপি নেতা।