সিলেটে যাজককে হত্যার হুমকি : জামানের খুঁজে পুলিশ

46709ডেস্ক রিপোর্টঃ খ্রিস্টানদের সিলেট বিভাগীয় বিশপ (যাজক) বিজয় ডি ক্রোজকে হত্যার হুমকিদাতাকে সনাক্ত করতে পারেনি পুলিশ। তবে হুমকিদাতাতে সনাক্তের ‘চেষ্টা চলছে’ বলে জানিয়েছে পুলিশ। হত্যার হুমকি দিয়ে পাঠানো এসএমএসে যে ‘জামান’র কথা উল্লেখ করা হয়েছে, কে সেই জামান মজুমদার , তার সন্ধান চালাচ্ছে পুলিশ।
গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট বিভাগীয় বিশপ জিয় ডি ক্রোজকে হত্যার হুমকি দিয়ে এসএমএস পাঠানো হয়। ০১৮৭৩১৪৯৫৮০ এই রবি নাম্বার থেকে সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে ওই বিশপকে হত্যার হুমকি দিয়ে পাঠানো এসএমএসে উল্লেখ ছিল, ‘শেষ স্বপ্ন পূরণ করুন, কারণ আপনার জীবন শেষের পথে। খুব শিগগিরই আমরা আপনাকে হত্যা করবো।’ হুমকিদাতার পরিচয় হিসেবে লেখা হয়, ‘জামান মজুমদার, আন্তর্জাতিক সমন্বয়ক, আন্তর্জাতিক জিএমবি।’
হত্যার হুমকি পেয়ে বুধবার ওই যাজক নগরীর শাহপরান থানায় জিডি দায়ের করেন। তবে হত্যার হুমকি দেয়ার ৪৮ ঘন্টা পেরিয়ে গেলেও পুলিশ হুমকিদাতাকে সনাক্ত করতে পারেনি। তবে হুমকিদাতা ‘জামান মজুমদার’ আসলে কে, আদৌ তার কোনো অস্তিত্ব আছে কিনা কিংবা এই নাম ব্যবহার করে অন্য কেউ হত্যার হুমকি দিয়েছে কিনা, সেই সূত্রের সন্ধান চালাচ্ছে পুলিশ।
এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ রহমত উল্লাহ বলেন, ‘পুলিশ হত্যার হুমকিদাতাকে সনাক্ত করার চেষ্টা চালাচ্ছে।’
এদিকে পুলিশের একটি সূত্র জানিয়েছে, যে সিম নম্বর থেকে যাজককে হত্যার হুমকি দেয়া হয়েছে, সেই সিমের রেজিস্ট্রেশন নেই। সিম ক্লোন করে যাজককে হত্যার হুমকি দেয়া হয়ে থাকতে পারে বলেও ধারণা করছে পুলিশ।
সিলেট মহানগর পুলিশের উপ কমিশনার (উত্তর) জিদান আল মুসা বলেন, ‘যে সিম নাম্বার থেকে হত্যার হুমকি দেয়া হয়েছে, সেটির রেজিস্ট্রেশন নেই। আমরা ধারণা করছি, সিম ক্লোন করে হত্যার হুমকি দেয়া হয়ে থাকতে পারে।’
প্রসঙ্গত, যে নাম্বার থেকে এবং যে সময়ে সিলেটে যাজক বিজয় ডি ক্রোজকে হত্যার হুমকি দেয়া হয়, ওই একই নাম্বার থেকে, একই সময়ে শ্রীমঙ্গলে খ্রিস্টান মিশনের ফাদার সুব্রত বনিফাস টলেন্টিনোকেও হত্যার হুমকি দেয়া হয়।