কবিতার চারুপাঠ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন
গত ১৪ ডিসেম্বর সোমবার বিকাল ৩টায় গোলাপগঞ্জ উপজেলার ৫নং বুধবারী বাজার ইউনিয়নের বহর গ্রাম বাজারে কবিতার চারুপাঠ প্রকাশনা পরিষদের উদ্যোগে। কবিতার চারুপাঠ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। কবিতার চারুপাঠ প্রকাশনা পরিষদের সভাপতি বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, জামেয়া ইসলামিয়া বহরগ্রাম মাদ্রাসার সভাপতি আলহাজ্ব মুজাহিদ আলীর সভাপতিত্বে ও সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্রী শামসুন নাহার তাহমিদা ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্রী সুমনা আক্তারের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইলেকট্রনিক ইঞ্জিনিয়ার ড. মোঃ আব্দুল জব্বার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ও সিলেট ম্যাট্স এর অধ্যাপক ডা. মঈন উদ্দিন আহমদ, ৫নং বুধবারী বাজার ইউনিয়নের চেয়ারম্যান ফখরুল ইসলাম আছকির প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাও. নুরুল ইসলাম। সভায় শহীদ বুদ্ধিজীবীসহ সকল শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়। কবিতার চারুপাঠ থেকে কবিতা আবৃত্তি করেন বানীগ্রাম-বহরগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণীর ছাত্র মাশরাফুল আলম ও ৯ম শ্রেণীর ছাত্র জুমন আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্রী শামসুন নাহার তাহমিদা ও রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ১ম বর্ষের ছাত্রী সুমনা আক্তার। প্রধান অতিথি ড. আব্দুল জব্বার বলেন, একটি কবিতা একটি সমাজ পরিবর্তন করে ফেলতে পারে। একটি ঘুমন্ত জাতিকে জাগিয়ে তুলতে পারে। একটি কবিতা শত শত এ্যাটম বোমার চাইতেও শক্তিশালী। তিনি উপস্থিত সবাইকে তাদের সন্তানদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলার আহ্বান জানিয়ে উপস্থিত ছাত্র-ছাত্রীদেরকে মনোযোগ দিয়ে লেখাপড়া করার পরামর্শ দেন। তিনি কবিতার চারুপাঠের সম্পাদককে তার এই উদ্যোগের জন্য ধন্যবাদ জানান এবং কবিতার চারুপাঠ থেকে দুইটি কবিতা আবৃত্তি করেন।
বিশেষ অতিথি’র বক্তব্যে ডা. মঈন উদ্দিন আহমদ বলেন, একজন আদর্শ শিক্ষক হিসেবে কবিতার চারুপাঠের সম্পাদক আব্দুল মালিক বাংলা সাহিত্যের এবং বিশ্বসাহিত্যের আদর্শ স্থানীয় কবিতা সংগ্রহ করে এই কবিতা সংকলন প্রকাশ করেছেন। যা আমাদের নবীন ও প্রবীণ পাঠকদের জন্য এক মহা মূল্যবান উপহার। ৫নং বুধবারী বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম আছকির বলেন, আব্দুল মালিক তার কবিতার চারুপাঠের মাধ্যমে আমাদেরকে স্কুল ও কলেজ জীবনে অধ্যয়নকৃত ও হারিয়ে যাওয়া অনেক মূল্যবান কবিতার সাথে নতুন করে পরিচয় করে দিয়েছেন। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, ডা. সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ ঢাকার ৫ম বর্ষের ছাত্র আশরাফুল আলম ও রাশেদ আহমদ, বিয়ানীবাজার সরকারী কলেজের ছাত্র শাহেদ আহমদ প্রমূখ। বইটির সম্পাদক আব্দুল মালিক তার অনুভূতি ব্যক্ত করে বলেন, বইটি পাঠকদের নিকট গ্রহণীয় হলে তার শ্রম স্বার্থক হবে। তিনি প্রধান অতিথি ও বিশেষ অতিথিসহ উপস্থিত সবাইকে কষ্ট করে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভার শুরুতে প্রধান অতিথি ও বিশেষ অতিথিদেরকে ফুল দিয়ে বরণ করে নেয় সাহেদ আহমদ, মাশরাফুল আলম ও সুমনা আক্তার। প্রধান অতিথি ও বিশেষ অতিথি’র হাতে ক্রেশ তুলে দেন সভাপতি আলহাজ্ব মুজাহিদ আলী ও আব্দুল মালিক প্রমূখ। পরে প্রধান অতিথি আবৃত্তিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরুষ্কার তুলে দেন।