মেয়র প্রার্থীদের কে কোন প্রতীক পেলেন?
ডেস্ক রিপোর্টঃ পৌরসভা নির্বাচনে সিলেটের কানাইঘাট, গোলাপগঞ্জ ও জকিগঞ্জ পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার সকাল থেকে বিকাল পর্যন্ত তাদের প্রতীক বরাদ্দ করা হয়। তিন পৌরসভার মেয়র প্রার্থীদের মধ্যে স্থানীয় নির্বাচন কর্মকর্তারা প্রতীক বরাদ্দ করেছেন।
স্থানীয় নির্বাচন কর্মকর্তাদের সাথে কথা বলে জানা গেছে, কানাইঘাট পৌরসভায় আওয়ামী লীগের লুৎফুর রহমান নৌকা, বিএনপির মো. আব্দুর রহিম ধানের শীষ, জাতীয় পার্টির বাবুল আহমদ লাঙ্গল, জাসদের তাজ উদ্দিন মশাল, খেলাফত মজলিসের হাফিজ মো. ইসলাম উদ্দিন রিকশা প্রতীক পেয়েছেন।
এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আ.লীগের বিদ্রোহী প্রার্থী মো. নিজাম উদ্দিন নারকেল গাছ, মোহাম্মদ ওলিউল্লাহ মোবাইল ফোন ও মো. সোহেল আমীন জগ প্রতীক পেয়েছেন। আর জকিগঞ্জ পৌরসভায় আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা খলিলুর রহমান নৌকা, বিএনপির বদরুল হক বাদল ধানের শীষ, জাপার আব্দুল মালেক ফারুক লাঙ্গল, খেলাফত মজলিসের জাফরুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পান। এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের মধ্যে আ’লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক আহমদ জগ ও হিফজুর রহমান মোবাইল ফোন প্রতীক পেয়েছেন।
গোলাপগঞ্জে আওয়ামী লীগের জাকারিয়া আহমদ পাপলু নৌকা (বর্তমান মেয়র), বিএনপির গোলাম কিবরিয়া চৌধুরী শাহীন ধানের শীষ, জাপার মো. সুহেদ আহমদ লাঙ্গল, খেলাফত মজলিসের আমিনুল ইসলাম দেওয়াল ঘড়ি প্রতীক পেয়েছেন।
স্বতন্ত্রদের মধ্যে আ’লীগের বিদ্রোহী প্রার্থী সিরাজুল জব্বার চৌধুরী মোবাইল ফোন, আমিনুর ইসলাম রাবেল জগ এবং আমিনুর রহমান লিপন পেয়েছেন নারকেল গাছ।