মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সরকারকে মানবাধিকার রক্ষায় জোরালো প্রদক্ষেপ নিতে হবে : মাপসাস

বাংলাদেশে দীর্ঘদিন ধরে নানা ক্ষেত্রে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। এখানে অসংখ্য মানুষ মানবাধিকার পরিপূর্ণ ভাবে ভোগ করতে পারছেনা। প্রতিদিন ঘটছে মানবাধিকার লঙ্ঘনের মতো ঘটনা। এ ব্যাপারে সবাইকে সচেতন ভাবে স্বোচ্ছার হতে হবে। বিনা বিচারে এখনো সাজা ভোগ করছে অসংখ্য মানুষ। নিরপরাধ মানুষগুলো নির্যাতনের শিকার হচ্ছে মারাত্মক ভাবে। আইন প্রয়োগকারী সংস্থার লোকদের হাতে নিরীহ মানুষরা যেমন নির্যাতিত হচ্ছে, তেমনি সমাজের প্রভাবশালী ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দুর্বৃত্তদের হাতে ও মানুষ নির্যাতিত হচ্ছে, প্রাণ হারাচ্ছে। এব্যাপারে মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী বর্তমান সরকারকে জোরালো প্রদক্ষেপ নিতে হবে।
গতকাল ১০ ডিসেম্বর বিকেল ৫টায় সংগঠনের সুরমা মার্কেটস্থ কার্যালয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে মানবাধিকার ও পরিবেশ সাংবাদিক সোসাইটি-মাপসাস, জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে মাপসাস কেন্দ্রীয় কমিটি (ঢাকা) এর আজীবন সদস্য ও জেলা সভাপতি সাংবাদিক সুনির্মল সেন একথাগুলো বলেন। সংগঠনের সাধারন সম্পাদক সাংবাদিক সাইফুল ইসলাম চৌধুরী’র সঞ্চালনায় মাপসাস সভাপতি সুনির্মল সেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, ৭১এর বীর মুক্তিযোদ্ধা সাইদুর রহমান সাঈদ, ভাটির শিকড় সম্পাদক ও প্রকাশক কবি রওশন জলিল কোরেশী, আবুল বাশার বাদশা, কল্লোলপাল সর্দার, শ্রীমতি বেবী দেবী, অজিত ধর, আহমদ সোহেল প্রমূখ।
সভায় বক্তারা বলেন, দেশের সাধারন মানুষগুলো মৌলিক অধিকার থেকে বঞ্চিত রয়েছেন। তাদের দেখার কেউ নেই। আজকের এই বিশ্ব মানবাধিকার দিবসে আমাদের সকলের প্রত্যাশা হচ্ছে, বাংলাদেশসহ বিশ্বের সকল দেশের অধিকার বঞ্চিতদের মানবাধিকার নিশ্চিত হোক, পাশাপাশি প্রতিটি মানুষের নিজেদের অধিকার নিশ্চিত করতে সরকারকে এগিয়ে আসার আহবান জানানো হয়।