শান্তি প্রতিষ্ঠায় মহানবীর আদর্শ সর্বত্র কায়েম করুন : হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী

বালাগঞ্জ প্রতিনিধি: সারা দুনিয়া ব্যাপী আজ আহাকার আর নৈরাজ্য বিরাজ করছে। মানুষ শান্তির জন্য দৌঁড়াদৌড়ি করছে। কোথাও শান্তি খুজে পাচ্ছে না। শান্তি প্রতিষ্ঠার প্রচার করা হচ্ছে মানব মতবাদ। কোটি কোটি টাকা খরচ করে ব্যক্তি বিশেষের আদর্শ প্রচার করা হচ্ছে। কিন্তু এতে তারা সামান্যতম শান্তি উপহার দিতে পারছে না। এর কারন শান্তি স্থাপনের প্রকৃত সুত্র ভুল করে তারা বেড়াচ্ছে। অতচ আজ থেকে দেড় হাজার বছর পূর্বে অশান্তি আর রাহাজানীর রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করে দেখি গেছেন বিশ্বনবী হযরত মোহাম্মদ (সা:)। তিনি যেভাবে সমাজ নির্মান করে গেছেন, শান্তি প্রতিষ্ঠা করেছেন আজকের বিশ্ব নেতারা সে পথে যদি এগিয়ে যেত তাহলে সকল অশান্তি দূর হয়ে একটি সুন্দর সমাজ পাওয়া যেত। তাই শান্তি শৃংখলা প্রতিষ্ঠায় মহানবী (সা:)’র মহান আদর্শ সকলেই অনুস্বরণ করতে হবে এবং তা সর্বত্র কায়েক করতে হবে।
বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা হুছামুদ্দিন চৌধুরী ফুলতলী গত মঙ্গলবার দিবাগত রাত ৮টার সময় বালাগঞ্জ উপজেলার ইলাশপুর তালতলা ইসলামী যুব সংঘের উদ্যোগে আয়োজিত স্থানীয় জান্নাতুল ফেরদৌস জামে মসজিদ ঈদগাহ ময়দানে প্রথম বার্ষিক ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। মাওলানা কাজী রফিক আহমদের সভাপতিত্বে ও মাওলানা আব্দুছ ছালাম সিদ্দীকির পরিচালনায় বয়ান পেশ করেন, মাওলানা বদরুজ্জামান রিয়াদ, অধ্যক্ষ মাওলানা ছরওয়ারে জাহান, মাওলানা হেলাল উদ্দিন সিরাজী, হাফিজ জামিল আহমদ, মাওলানা আব্দুর রহমান আমিনী, মাওলানা আব্দুল হাদী জালালী। অনুষ্ঠানে সহ সভাপতিত্ব করেন, হাজী মো: সমুজ উল্লাহ, মো: আব্দুল খালিক, মো: গোলাব মিয়া, মো: দবির মিয়া, মো: আব্দুল গনী, মো: মরম আলী, মো: লাকী আহমদ, মো: আব্দুর রব। নাতে রাসুল পাঠ করেন, কন্ঠ শিল্পী সুলতান আহমদ ও মেমোরাইজিং সেন্টারের ক্ষুদে শিল্পী গোষ্ঠি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জালালিয়া আল কুরআন গবেষনা পরিষদের সহ সভাপতি মাওলানা আ ফ ম আব্দুল কাইয়ুম, আনজুমানে আল ইসলাহ ওসমানীনগর সভাপতি মাওলানা ছাদিকুর রহমান শিবলী, সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রব, লতিফিয়া কারী সোসাইটি ওসমানীনগর উপজেলার সহ সেক্রেটারী মাওলানা আবুল কালাম আজাদ, তালামীয নেতা হুমায়ুনুর রহমান লেখন, হাফিজ তৌরিছ আলী, মাওলানা আমিনুল ইসলাম, হাফিজ শাকির আহমদ চৌধুরী, ছালেহ আহমদ, মাওলানা ইয়াকুব আলী, তালতলা ইসলামী যুব সংঘের সভাপতি আব্দুল কাদির, সহ সভাপতি নানু মিয়া, সেক্রেটারী আব্দুল মুহাইমিন মোহন, সহ সেক্রেটারী মাসুম আহমদ, কেষাধক্ষ আনহার মিয়া, সদস্য আব্দুর রব, বিলন মিয়া, হাসান আহমদ, খুকন, রুমেন, হাফিজ সিরাজুল ইসলাম, হাফিজ আনোয়র হোসেন প্রমূখ।