১২ ডিসেম্বর সিলেট শহিদ মিনারে কবিতার আসর
ডেস্ক রিপোর্টঃ অনলাইনভিক্তিক সংগঠন “কবি ও কবিতার আসর’ শহিদ বুদ্ধিজীবি উপলক্ষ্যে আগামি ১২ ডিসেম্বর শনিবার বিকেল ৩টায় সিলেট শহিদ মিনারে কবিতা পাঠের আয়োজন করেছে। এতে সিলেটের সর্বস্তরের কবি/সাহিত্যিক কে উপস্থিত হবার জন্য অনুরোধ জানিয়েছেন গ্রুপটির এডমিন মুকুল সম্পাদক ছড়াকার লুৎফুর রহমান ও প্রধান এডমিন ছড়াকার হাসান স্বজন।
উল্লেখ্য, ফেসবুকভিত্তিক গ্রুপ “কবি ও কবিতার আসর’ বাংলাভাষি কবিতাপ্রেমিদের একটি বৃহৎ প্লাটফর্ম। “বাংলা ভাষার বিশ্বায়নে, আমরা আছি অনলাইনে’ এ শ্লোগানকে বুকে ধারণ করে নানারকম সৃজনশিল কার্যক্রম করে থাকে।