নগরীর কুয়ারপাড়ে সিসিক’র অত্যাধুনিক ডাস্টবিন উদ্বোধন
ডেস্ক রিপোর্টঃ সিলেট নগরীকে পরিস্কার পরিচ্ছন্ন রাখতে ১১নং ওয়ার্ড এলকার কুয়ারপাড় পয়েন্টে অত্যাধুনিক ডাস্টাবিনের উদ্বোধন করছেন সিলেট সিটি কর্পোরেশন। সোমবার সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবিব ও সিটি কাউন্সিলর রকিবুল ইসলাম ঝলক আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ ডাস্টবিন স্থাপনের মধ্যদিয়ে সিলেট শহরকে পরিস্কার ও জনসচেতনতা বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্ট কতৃপক্ষ জানান।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপ সহকারী প্রকৌশলী অংশুমান ভট্টাচার্য, অরবিন্দ দেব, শামছুল হক, শফিউল আলম চৌধুরী, সালাউদ্দীন, আরিফ আহমদ, সাদেক আহমদ, রুয়েল আহমদ আরিফ, সাজন আহমদ, মিজানুর রহমান রফিক, রানেশ দাস, প্রনবদেব রায়, আফতাবুর রহমান বকুল, জিল্লুর রহমান জিলু, মো. আলাউদ্দীন, শাহদত আহমদ, মুহিবুর রহমান, শফিক আহমদ।