জনতার লাশের উপর অবৈধ সরকার থাকতে পারবেনা : জেলা ও মহানগর বিএনপি

BNP Sylhet City & District Micil Photo-23-02-15সিলেট জেলা ও মহানগর বিএনপি নেতৃবৃন্দ বলেছেন, মুক্তিকামী জনতার লাশের উপর দিয়ে অবৈধ আওয়ামী সরকার ক্ষমতায় ঠিকে থাকতে পারবেনা। গনতন্ত্রকামী জনতার ন্যায্য দাবীর কাছে অবৈধ সরকারকে হার মেনে পদত্যাগ করতেই হবে। নিরীহ নেতাকর্মীদের অন্যায়ভাবে গ্রেফতার করে কথিত বন্দুকযুদ্ধের নামে ক্রসফায়ার চালিয়ে হত্যার নাটক জাতির কাছে পরিস্কার। আইনশৃঙ্খলা রক্ষাকারি বাহিনীর কতিপয় অতিউৎসাহী দলবাজ কর্মকর্তা আজ জনতার বিরুদ্ধে অবস্থান নিয়ে পরিকল্পিত গনহত্যা চালাচ্ছেন। ভুলে গেলে চলবেনা আইন সবার জন্য সমান। তাদেরকেও জনতার আদালতে বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে। নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল করে সকল দলের অংশগ্রহনে একটি অবাধ সুষ্টু নির্বাচনের দাবী উপেক্ষা করে আওয়ামীলীগ প্রমান করেছে তারা জনগনের সমর্থন নয়, বন্দুকের জোরে ক্ষমতায় ঠিকে থাকতে চায়। কিন্তু তাদের সেই স্বপ্ন কখনো পুরন হবে না। অবৈধ সরকারের পদত্যাগ ছাড়া জাতি আন্দোলন বন্ধ করবেনা। ভোটের অধিকার প্রতিষ্ঠার এই আন্দোলনে জনতার বিজয় ঠেকানোর সাধ্য বাকশালীদের নেই।
গতকাল সোমবার বিকেলে ২০ দলীয় জোট কেন্দ্র ঘোষিত দেশব্যাপী বিক্ষোভ কর্মসুচীর অংশ হিসেবে ও হরতাল-অবরোধের সমর্থনে নগরীর বন্দরবাজার সংলগ্ন কালিঘাট এলাকায় বিক্ষোভ মিছিল সমাবেশ করেছে সিলেট জেলা ও মহানগর বিএনপি। মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ উপরোক্ত কথা বলেন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলী আহমদের সভাপতিত্বে ও মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মিফতাহ সিদ্দীকির পরিচালনায় অুনষ্ঠিত বিক্ষোভ মিছিল সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ডা: নাজমুল ইসলাম, বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে- মো: মনিরুল ইসলাম, এডভোকেট মুজিবুর রহমান, শফিকুর রহমান, রেজাউল করিম আলো, রুহুল কুদ্দুস চৌধুরী হামজা, মইনুল ইসলাম মঞ্জু, মামুনুর রহমান, আব্দুর রহিম, আব্দুল মান্নান, আশরাফ বাহার, মোশতাক আহমদ, জহুরুল ইসলাম মখর, আব্দুল ওয়াহাব, মঞ্জু হোসাইন, দেলোয়ার হোসাইন, আজাদ মিয়া, আলা উদ্দিন, মোবারক হোসেন তুহিন, মাসুম পারভেজ, সুমেল আহমদ চৌধুরী, কাউসার হোসেন রকি, সুহেল ইবনে রাজা, সুমন আহমদ বিপ্লব, তোফায়েল আহমদ জুনু, হোসেন খান ইমাদ, সেবুল আহমদ, আশরাফ হোসেন, পল্লব রায়, দুলাল আহমদ, দিলোয়ার হোসাইন, শামসুল ইসলাম, ফারুক আহমদ, খোকন আহমদ, আবিদ খান, সোহেল আহমদ, হৃদয় দাস, মহিম খান, মিজান শেখ, আব্দুল বাছিত, শাহীন আহমদ, জাবেদ হক, তানভীর শাহরিয়ার, মুরসালিন, আব্দুল, মস্তফা, রুবেল, কামাল হোসেন, আলী হোসেন, আমিনুর রহমান আলম, জিয়া উদ্দিন ও আব্দুস ছালাম প্রমুখ।
নেতৃবৃন্দ ২০ দল আহুত ৭২ ঘন্টার হরতালের ২য় দিন স্বতস্ফুর্ত হরতাল পালন করায় সিলেটবাসীকে অভিনন্দন জানান। একই সাথে বুধবার সকাল পর্যন্ত সর্বাত্মক হরতাল ও টানা অবরোধ পালনের জন্য পরিবহন মালিক, শ্রমিক, ব্যাবসায়ী নেতৃবৃন্দ সহ সর্বস্থরের সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা। বিজ্ঞপ্তি