বিশ্বনাথে বিভাগীয় সরকার বাস্তবায়ন পরিষদের মতবিনিময়

প্রত্যেকটি বাড়ি হতে পারে একটি ইন্ড্রাস্টি……….মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী

06.12.15-2বিশ্বনাথ প্রতিনিধি: সিলেট বিভাগীয় সরকার বাস্তবায়ন পরিষদ (নিউবিসন) বীর মুক্তিযোদ্ধা, অ্যাডভোকেট মুজিবুর রহমান চৌধুরী বলেছেন, স্বাধীনতা মানে আর্ত্বনির্ভরশীল। কিন্তু এখনও মানুষ গরীব এই অবস্থা থেকে মুক্তি পেতে নিজের সম্পদকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, প্রত্যেকটি বাড়ি হতে পারে একটি ইন্ড্রাস্টি সেই লক্ষে প্রত্যেককে কাজ করতে হবে। পরিশ্রম না করলে কোন মানুষ উন্নত হতে পারেনা। গতকাল রবিবার বিশ্বনাথ প্রেসকাব কার্যালয়ে প্রেসকাবের নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন।
প্রেসকাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী মুহাম্মদ জামালউদ্দিন এর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা মুহিউদ্দিন আহমদ, মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট সম্পাদক রফিকুল ইসলাম জুবায়ের, বিশ্বনাথ প্রেসকাবের কোষাধ্যক্ষ মোহাম্মদ আলী শিপন, কার্যনির্বাহী সদস্য প্রনঞ্জয় বৈদ্য অপু, শহিদুর রহমান, নূরউদ্দিন, সদস্য অসিত রঞ্জন দেব, জামাল মিয়া, আবুল কাশেম, কারিকোনা সমাজ কল্যাণ সংস্থার সভাপতি গণি মিয়া, তরুণ সংগঠক ফজল খান প্রমুখ।