আব্দুল আহাদ জামালের বাসায় পুলিশী তল্লাশীতে সিলেট জেলা বিএনপির নিন্দা

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সভাপতি আব্দুল আহাদ খান জামালের বাসায় পুলিশী তল্লাশীতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিবৃতি দেন সিলেট জেলা বিএনপির নেতৃবৃন্দ।

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রের মুক্তির সংগ্রামে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে চলমান আন্দোলনে দিশেহারা সরকার সারাদেশে গুম, খুন, মামলা-হামলা, নির্যাতনের মাধ্যমে বিরোধী দলীয় নেতাকর্মীদের দমন করতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার পূণঃপ্রতিষ্ঠা না করা পর্যন্ত সরকার বিরোধী চলমান আন্দোলন অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ গত সোমবার রাতে সাবেক ছাত্রনেতা আব্দুল আহাদ খান জামালের মিরাজাবারস্থ বাসায় পুলিশী তল্লাশীর নামে পরিবারের সদস্যদের সাথে অশোভন আচরন সহ হয়রানীর তীব্র নিন্দা জানান। নেতৃবৃন্দ ছাত্রনেতা সাকি ও দেলোয়ারের বাসায় পুলিশী তল্লাশীর নামে হয়রানীর তীব্র নিন্দা জানান।
নেতৃবৃন্দ অবিলম্বে এসকল অতি উৎসাহী পুলিশ কর্মকর্তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবী জানান।
বিবৃতিদাতারা হলেন, সিলেট জেলা বিএনপির আহ্বায়ক এডভোকেট এম নুরুল হক, যুগ্ম আহ্বায়ক দিলদার হোসেন সেলিম, এডভোকেট আব্দুল গফফার, আবুল কাহের শামীম, আব্দুর রাজ্জাক, আলী আহমদ, এডভোকেট শামসুজ্জামান, আব্দুল মান্নান, এমরান আহমদ চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি