গোল্ডেন ড্রিমের পক্ষ থেকে মাদ্রাসায় কোরআন শরীফ বিতরণ

newsssযুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন এর পক্ষ থেকে বরায়া বাটুল গঞ্জ আরাবিয়া ইসলামীয়া মাদ্রাসার হিফস বিভাগের ফারিগীন হাফিজদের পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়েছে। শনিবার রাতে নগরীর চৌকিদেখি এলাকায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ১২৫ জন হাফিজ সাহেবানদের জন্য এই কোরআন শরীফ বিতরণ করা হয়। গোল্ডেন ড্রিম ওমেন অর্গানাইজেশন ও সহযোগী সংস্থা সোনালী স্বপ্ন বাংলাদেশের চেয়ারপারসন কামরুন্নেসা মতিন শোভার সভাপতিত্বে ও নির্বাহী পরিচালক মোহাম্মদ আবুল হোসেনের উপস্থাপনায় কোরআন বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ আইনজীবি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কমিশনার মোঃ কুতুব উদ্দিন আহমদ। সভাপতির বক্তব্যে শোভা মতিন বলেন, আমাদের প্রবাসী ভাই বোনেরা সবসময়ই দেশ মাতৃকার কল্যাণে অগ্রণী ভুমিকা রেখে যাচ্ছেন। দেশের মানুষের উপকার হয় এমন যেকোন কাজে তারা সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন। গোল্ডেন ড্রিম ও সোনালী স্বপ্ন বাংলাদেশের মাধ্যমে আমরা সমাজের সুবিধা বঞ্চিত মানুষের জন্য কাজ করে যাচ্ছি। আর সেটা বাস্তবায়ন সম্ভব হচ্ছে আমাদের প্রবাসী ভাই বোনদের সর্বাঙ্গীন সাহায্য সহযোগিতার জন্য। তিনি বলেন, আমরা মসজিদ, মাদ্রাসা, মক্তব সহ ব্যক্তিকেন্দ্রীক পবিত্র কোরআন শরিফ বিতরণ করছি। তাছাড়া রোগীদের হুইল চেয়ার বিতরণ, বেকার যুবক-যুবতীদের সেলাই মিশিন বিতরণ, মানুষের চিকিৎসায় সাহায্য ও ঘর নির্মাণ ও সংস্কারের সাহায্য করে যাচ্ছি। বর্তমানে বৃদ্ধাশ্রম প্রতিষ্ঠা করে এতে মহিলাদের পূণর্বাসন করে তাদের জীবন মান উন্নয়নে বৃহৎ উদ্যোগ আমরা গ্রহণ করেছি। এতে আপনাদের সর্বাত্মক সহযোগিতা প্রত্যাশা করছি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোল্ডেন ড্রিম এর উপদেষ্টা প্রবীণ মুরব্বি এম.এ মতিন, সমাজ কর্মী সাইফুল আলম খান কয়েছ, ফেরদৌসী খানম রুবা, যুবনেতা সমাজ সেবী শেখ তোফায়েল আহমদ শেপুল, কমিউনিটি নেত্রী আফিয়া খানম, তরুন সমাজকর্মী সাহেদ আহমদ, শামীম আহমদ। মাদ্রাসার পক্ষে উপস্থিত ছিলেন, বোর্ডি সুপার ও হিসাবরক্ষক হাফিজ মাও. শরিফ আহমদ, শিক্ষক মুফতি মাও. আবুল কালাম, হাফিজ মাও. মুস্তাক আহমদ. হাফিজ মাও. ওয়ারিছ উদ্দিন প্রমূখ।