নিজের ফেসবুক পেজ নিয়ে বিপাকে তারানা হালিম

Tarana Haliডেস্ক রিপোর্টঃ সরকারি নির্দেশনা দেওয়ার দিন থেকে নিজের ফেসবুক পেজ বন্ধ ও ব্লক করা আছে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। আজ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এনায়েত হোসেন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমার অফিসিয়াল ভেরিফাইড ফেসবুক পেজ একটি। ‘তারানা হালিম’ এর আইডি।
নিজের নামে বেশ কয়েকটি ভুয়া ফেসবুক পেজ নিয়ে বেশ বিপাকেই আছেন প্রতিমন্ত্রী তারানা হালিম।
এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, ’ভুয়া ওই ফেসবুক পেজগুলো দেশের বাইরে থেকে পরিচালিত হওয়ায় সেগুলো বন্ধ করা যায়নি। এই পেজগুলোর অ্যাডমিন দেশের বাইরে। সেখান থেকেই তারা বিভিন্ন বিষয়ে পোস্ট করছে, তারা জামায়াত-শিবির। আমার একটিমাত্র পেজ রয়েছে। সেটা তারানা হালিম। এ নিয়ে আমি ফেসবুককে লিখেছি।’
ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের কোনো চুক্তি না থাকায় আপত্তিকর কনটেন্ট নিয়ে অভিযোগ জানালেও ফেসবুক কর্তৃপক্ষ যথাসময়ে সাড়া দেয় না বলে সরকার পক্ষ থেকে বলা হচ্ছে।এখন ফেসবুকের সঙ্গে চুক্তির উদ্যোগ নিয়েছে সরকার। শিগগিরই ফেসবুকের এশিয়া অঞ্চলের পলিসি উপদেষ্ঠা বৈঠক করতে ঢাকায় আসছেন।