সোবহানীঘাটে পরিবহন শ্রমিক-এলাকাবাসী সংঘর্ষ

Fight Osmaninogorডেস্ক রিপোর্টঃ নগরীর সোবহানীঘাটে পরিবহন শ্রমিক ও চালিবন্দর এলাকাবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে এক যুবক ছুরিকাহত হওয়ার খবর পাওয়া গেছে। শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে সোবহানীঘাট কাঁচাবাজারের সামনে সংঘর্ষের এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়- শুক্রবার দুপুরে চালিবন্দর রাস্তার মুখে দাঁড় করিয়ে একটি লেগুনায় সবজি তুলছিলেন শ্রমিকরা। এসময় চালিবন্দরের এক যুবক তাতে বাঁধা দেন।
রাস্তার মুখ থেকে গাড়ি সরিয়ে মালপত্র তুলতে বলেন ওই যুবক। এসময় চালক ও শ্রমিকদের সাথে কথা কাটাকাটি হয় যুবকের। একপর্যায়ে চালক ও শ্রমিকরা ওই যুবককে ছুরিকাঘাত করেন।
এ খবর এলাকায় পৌঁছলে চালিবন্দর এলাকার লোকজন গিয়ে পরিবহন চালক ও সবজি বাজারের শ্রমিকদের উপর হামলার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। এসময় সোবহানীঘাট সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়।
প্রায় আধঘন্টা ধরে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া চলে। পরে স্থানীয় গণ্যমান্য লোকজনের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। বিষয়টি আপোষ নিষ্পত্তির চেষ্টা চলছে বলে জানা গেছে।