বালাগঞ্জে শিক্ষার মানোন্নয়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শিক্ষিত সন্তান গড়তে অভিভাবককে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে
———-ইউএনও এটিএম আজহারুল ইসলাম
বালাগঞ্জ প্রতিনিধি: বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম আজহারুল ইষলাম বলেছেন, নিজেদের সন্তানকে শিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তুলতে হলে শিক্ষার জন্য অভিভাবকদের সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে হবে। শুধু স্কুলে পাঠালেই চলবে না সন্তান বাড়িতেও নিয়মিত পড়ালেখা করছে কিনা তা কঠোর পর্যবেক্ষণ করতে হবে। এবং শিক্ষক, অভিভাবক, সরকারী কর্মকর্তাদের পাশাপাশি শিক্ষার্থীদের সুযোগ সুবিধা নিশ্চিত করতে স্থানীয় রাজনৈতিক, সামাজিক নেতৃবৃন্দকেও এগিয়ে আসতে হবে।
তিনি গত বুধবার উপজেলার পশ্চিম গৌরীপুর ইউনিয়নের শিক্ষার মানোন্নয়নের লক্ষে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। আল-বির ওয়েল ফেয়ার ট্রাস্টের উদ্যোগে আয়োজিত সেমিনারে সভাপতিত্ব করেন ট্রাস্টের চেয়ারম্যান ও যুক্তরাজ্য প্রবাসী মোহাম্মদ সা’দ মিয়া।
স্থানীয় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে প্রাইম একাডেমির পরিচালক সায়েম আহমদ সুহেল ও বাংলাবাজার ছাত্র কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আলমগীর হোসেনের উপস্থাপনায় সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হাজী মোস্তাকুর রহমান মফুর, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামরুজ্জামান, বালাগঞ্জ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এমএ মতিন, পশ্চিম গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমান, লেখক আব্দুর রশিদ লুলু, অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুর রউফ, বারীন্দ্র কুমার দাস, বাংলাবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র রায়, নলজুড় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসিদ আলী, বাংলাবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নান্টু চন্দ্র দাস, প্রাইম একাডেমির প্রিন্সিপাল আব্দুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির হোসেন নুরু, সাধারণ সম্পাদক জুনেদ আহমদ, বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মরম আলী, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান রফি উলাহ, ইউপি সদস্য ফজির আহমদ, শাহজাহান মিয়া, আশিক আলী, আব্দুস সালাম কালাম, বালাগঞ্জ ওসমানীনগর উপজেলা প্রেসকাবের সভাপতি শাহাব উদ্দিন শাহিন, সাংবাদিক মো. জিলুর রহমান জিলু, পশ্চিম গৌরীপুর স্টুডেণ্ট ফোরামের সভাপতি আব্দুশ শহিদ, সাবেক সভাপতি সুহেল মিয়া প্রমুখ।
সভায় আল-বির ট্রাস্টের চেয়ারম্যান মোহাম্মদ সা’দ মিয়া পশ্চিম গৌরীপুরের শিক্ষক সংকট দূরীকরণে ট্রাস্টের পক্ষ থেকে আগামী জানুয়ারী মাস থেকে ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়সমুহে দুই বছর মেয়াদী ৬জন শিক্ষক প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।