জগন্নাথপুর জগদিশপুরে সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন
মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন ইরফান আলী আসামীরা অধরা
স্টাফ রিপোর্টার : জগন্নাথপুর জগদিশপুরে ইরফান আলীর উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বুধবার দুপুরে এক বিরাট মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। জগদিশপুর হাফিজিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় মাদ্রাসা সুপার খন্দকার রুহুল আমীনের পরিচালনায় ও ম্যানেজিং কমিঠির সভাপতি আব্দুস সুবহানের সভাপতিত্বে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট মুরব্বী সায়েস্তা মিয়া । অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন , এলাকার মুরব্বী জসিম উদ্দিন , বর্তমান মেম্বার আকিবুর , মুহিবুর রহমান , মখদ্দস আলী, সাবেক মেম্বার জিলু মিয়া , রফিক উদ্দিন , মজই মিয়া , ইসলাম নুর , জাহের আলী , আব্দুল নেহার , আশদ আলী , আলা উদ্দিন প্রমুখ। বক্তারা বলেন, গত ২৫ নভেম্বর ১২টার দিকে ইরফান আলীর উপর দেশীয় ধারাল অস্ত্রে সজ্জিত একদল সন্ত্রাসী হামলা চালায়। ইরফান আলী বর্তমানে সিলেট এম এ জি ওসমানী মেডিক্যাল হাসপাতালের ৩য় তলা ১১নং ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। এ ঘটনায় জগন্নাথপুর থানায় তার স্ত্রী আলকুমা বেগম বাদী হয়ে গত ২৯/১১/২০১৫ইং একটি মামলা দায়ের করেন । মামলা নং ২১ । কিন্তু আজ অবধি কোন আসামী ধরা পড়েনি। অনতি বিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করার দাবী জানান এলাকাবাসী। মাদ্রাসা ম্যানেজিং কমিঠির সভাপতি এবং মানববন্ধন ও প্রতিবাদ সভার সভাপতি আব্দুস সুবহান তার বক্তব্যে বলেন ,অনতি বিলম্বে ইরফান আলীর উপর সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে তীব্র থেকে তীব্র আন্দোলন গড়ে তুলা হবে। এ ব্যাপারে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্তকর্মকর্তা আসাদুজ্জামান জানান, ইরফান আলী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তা সঠিক এবং এ লক্ষ্যে পুলিশ কাজ করে যাচ্ছে। ন্যায় বিচারের স্বার্থে আসামীদের ধরতে আমাদের অভিযান অব্যাহত আছে।