ছাতকে দুপক্ষের মধ্যে সংঘর্ষ পুলিশের গুলি , আহত ২৫
ডেস্ক রিপোর্ট : সুনামগঞ্জের ছাতক উপজেলায় তুচ্ছ ঘটনার জের ধরে দুপক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ থামাতে পুলিশ ১১ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।সংঘর্ষে গুরুতর আহত এখলাছুর রহমান (৭৫), সুরুজ আলী (৪৫) ও নওশেদ মিয়াকে (৩৫) সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের স্থানীয় বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে।এলাকাবাসী ও পুলিশ সূত্র জানিয়েছে, আজ দুপুরে উপজেলার গনেশপুর গ্রামের বাসিন্দা ও স্থানীয় ইউ.পি চেয়ারম্যান সুফি আলম সোহেল ও একই গ্রামের নওশাদ মিয়া পক্ষদ্বয়ের মধ্যে তুচ্ছ ঘটনার জের ধরে রক্তক্ষয়ী সংঘর্ষ বাধে। সংঘর্ষে উভয়পক্ষের অন্তত ২৫ জন আহত হন।পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সংঘর্ষ থামাতে পুলিশ ১১ রাউন্ড শটগানের গুলি ছুঁড়ে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।