ছোটনের খুনিদের ৭২ ঘন্টার ভিতরে গ্রেফতারের আল্টিমেটাম

আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলা কমিটির উদ্যেগে

ছোটনের খুনিদের ৭২ ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে গ্রেফতার ও দৃষ্টান্ত মূলক শাস্তি চাই
………… কাজি জালাল উদ্দিন জাহান।

Pic 22-11-15সিলেট এম.সি বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র শামিম আহমদ ছোটনের খুনিদের ফাঁসির দাবিতে সিলেট শহীদ মিনারে এক মানববন্ধান অনুষ্ঠিত উক্ত মানবনন্ধনে সভাপতিত্ব করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সিলেট জেলার সভাপতি বাবুল মিয়া। উক্ত সভা পরিচালনা করেন সিলেট জেলার সাধারণ সম্পাদক এনামুল হক ইকবাল। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজি জালাল উদ্দিন জাহান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সদস্য মো: সাইদুর রহমান, বিশেষ অতিথি উপস্থিত ছিলেন সেচ্ছা সেবক লীগ সিলেট মহানগরে সংগ্রামী নেতা নূর আহমদ কামাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুতলীব, গৌছ মিয়া, ছোয়াব আলী, কুদরত উল্লা, মরম আলী, সমর আলী, আব্দুল মজিদ, সদস্য মো: নাছির উদ্দিন, আতাউর রহমান, ফারুক হোসেন সরকার, শাপলা বেগম, সামিমা ইয়াসমীন রুজি, মো: ময়না মিয়া, মো: সুজন মিয়া, মো: সাইফুল ইসলাম, কে,বি আলম, মো: আনোয়ার হোসেন, কাওছার আহমদ, সাইফুল, মুসাহীদ, নাছির, সালেহ, মঞ্জুর, আনোয়ার হোসেন, অলি আহমদ চয়ন, হেলাল আহমদ, আব্দুল কাহার, সেলিম আহমদ, রুহিনুজামান খান, জিলু মিয়া, আশরাফুল ইসলাম, শাহীন আহমদ, শাহ মুরাদ, কামরুল, দুলাল মিয়া, মিসবাহ বেগমদ, রাসেল আহমদ, প্রমোখ।
প্রধান অতিথির বক্ত্যবে আমরা মুক্তিযোদ্ধার সন্তান কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কাজি জালাল উদ্দিন জাহান বলেন, মেধাবী ছাত্র শামীম আহমদ ছোটনের খুনিদের ৭২ ঘন্টার ভিতরে আইনের আওতায় এনে পূনরায় তদন্ত করে দৃষ্টান্ত মূলক শাস্তি দেওয়ার জন্য গণপ্রজাতন্ত্রি বাংলাদেশ সরকারের মাননীয় স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ জামান কামাল সহ সরকারের উর্ধ্বতন নেতৃবৃন্দের সদয় আকর্ষন করেন। বিশেষ অতিথিদের বক্তব্যে সাইদুর রহমান ও নুর আহমদ কামাল বলেন, এই সিলেটের মাটি থেকে আজকের মানবন্ধনের কর্মসূচিকে সফল করে গণপ্রজান্ত্রী বাংলাদেশে সরকারের মাননীয় প্রধান মন্ত্রী জননেতী শেখ হাসিনা সহ স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ জামান কামাল সহ সরকারের দৃষ্টি আকর্ষন করে সিলেটের মাটিতে ৭২ ঘন্টার ভিতরে মেধাবী ছাত্র শামীম আহমদ ছোটনের খুনিদের দৃষ্টিান্ত শাস্তির দাবি জানিয়ে দূর্বার আন্দোলন করে নেতৃবৃন্দের প্রতি জানান ৭২ ঘন্টার ভিতরে উল্লেখিত আসামীদের গ্রেপ্তার করার সর্বপ্রকার ব্যবস্থা করা হোক।