কাছাড়ের ইতিহাস ঐতিহ্য ও নান্দনিকতা গ্রন্থের মোড়ক উম্মোচন

SAMSUNG CAMERA PICTURESকাছাড়ের এতিহাস ঐতিহ্য বইটি সিলেট ও কাছাড়ের মধ্যে মৈত্রীর বন্ধন সুদৃড় করবে। বইয়ের লেখক মোহাম্মদ মোশতাক চৌধুরী পেশায় ব্যাংকার হলেও নেশায় একজন লেখক। এধরনের বই সিলেট ও কাছাড়ের মানুষ যত বেশি পড়বেন ততবেশী দু’পাড়ের ইতিহাস সম্পর্কে জানতে পারবেন। মোশতাক চৌধুরী’র বইটি মৈত্রীর ও বন্ধনের ইতিহাস সৃষ্টি করেছে। এজন্য আলোচকরা লেখকের ভূয়সী প্রশংসা করেছেন। ২১ নভেম্বর ২০১৫ ইং রোজ শনিবার সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্ঠিত প্রকাশনা অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন শাহেদ হাতিমী। কেমুসাসের সাধারন সম্পাদক আজিজুল হক মানিক এর সভাপতিত্বে বইয়ের মোড়ক উম্মোচন করেন যুগ্ম সচিব ও সিলেট জেলা পরিষদের চীফ এক্সিকিইটিভ অফিসার জনাব মতিউর রহমান। ফাহাদ আহমদ চৌধুরী’র ব্যাবস্থাপনা ও সাহিত্য কর্মী সাইয়িদ শাহীন এর উপস্থাপনায় উক্ত আলোচনায় অংশগ্রহন করেন অধ্যক্ষ কবি কালাম আজাদ, অধ্যক্ষ আতাউর রহমান পীর, নন্দিনি পাঠচক্র ও সাহিত্য পরিষদের সভাপতি বিশিষ্ট কবি লাভলী চৌধুরী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ রাজিক মিয়া, সুশাসনের জন্য নাগরিক এর সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী এবং ওয়ান ব্যাংক লি: সিলেট শাখার ব্যবস্থাপক মোহাম্মদ ফুয়াদ চৌধুরী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন কেমুসাস এর সহকারী সাধারন সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, দৈনিক সিলেটের ডাক পত্রিকার সহকারী সম্পদক গল্পকার সেলিম আউয়াল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এর ডেপুটি রেজিষ্ট্রার আহমদ মাহবুব ফেরদৌস, প্রকাশক বায়জিদ মাহমুদ ফয়সল, কবি কামাল তৈয়ব, কবি বাসিত ইবনে হাবিব, কবি নাজমুল আনসারী, লেখক কবি মাহমুদুর রহমান, কবি ইসমত হানিফা চৌধুরী, জকিগঞ্জ-কানাইঘাটের ডাক পত্রিকার সম্পাদক মোর্শেদ লস্কর, অনুপ্রানন এর সম্পাদক মোঃ নাছির উদ্দিন, কবি রুমান হাফিজ। মূল প্রবন্ধ পাঠ করেন মোঃ আলমগীর চৌধুরী। লেখক কে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অনুপ্রানন ঐতিহ্য সন্ধানী কাগজ এবং কানাইঘাট লেখক পরিষদের নেতৃবৃন্দ।