জাগরণ শিল্পী গোষ্ঠীর সাংস্কৃতিক উৎসব ও জাগরণী ঝংকার সম্পন্ন

DSC_0373জাগরণ শিল্পী গোষ্ঠীর উদ্যোগে জাতীয় সাংস্কৃতিক উৎসব ও জাগরণী ঝংকার অনুষ্ঠান গতকাল সিলেট নগরীর কবি নজরুল অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।
জাগরণ শিল্পী গোষ্ঠীর চেয়ারম্যান সাংস্কৃতিবিদ মিডিয়া ব্যক্তিত্ব বাহা উদ্দীন বাহার-এর সভাপতিত্বে সাংস্কৃতিক উৎসব-এর শুভ উদ্বোধন করেন সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনূর পাশা চৌধুরী।
আনোয়ারুল কারিম মুস্তাজাব এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মদন মোহন বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক অধ্যক্ষ লে: কর্নেল (অব:) আতাউর রহমান পীর, লেখক, গবেষক ফয়জুল হাসান খাদিমানি,
বক্তব্য রাখেন, উসমানী ক্যাম্বিয়ান কলেজ সিলেটের অধ্যক্ষ আব্দুর রহমান সিদ্দিকী, সাংস্কৃতিবিদ ও মিডিয়া ব্যক্তিত্ব শাহ মমশাদ, মাওলানা হারুনুর রশিদ আল আযাদ, মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।
সভাপতি বক্তব্যে বাহা উদ্দীন বাহার বলেন, আমরা জানি সংস্কৃতি যে কোনো জাতিসত্তার আত্মপরিচয়কে বহন করে। তাই কোনো জাতিগোষ্ঠীর সংস্কৃতি যখন বিলুপ্ত হয়ে যায় তখন সে জাতির আত্মপরিচয়ও মুছে যায়। বাংলাদেশ তৃতীয় বিশের উন্নয়নশীল দেশগুলোর একটি। বিশ্বায়নের এই ধ্বংসাত্মক প্রভাব আমাদের বাঙালি সংস্কৃতির ওপরও এসে পড়ছে। আকাশ সংস্কৃতির প্রভাবে আমাদের জীবনাচার বদলে যাচ্ছে, আমাদের ভাষা বদলে যাচ্ছে, যা আমাদের আত্মপরিচয়ের জন্য হুমকি। তাই বাঙালি সংস্কৃতিকে রক্ষা এখন আমাদের অস্তিত্বের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে।
অনুষ্ঠানে সংগীত পরিবেশন করেন মুসলিম উম্মাহর জাতীয় কবি আল্লামা মুহিব খান, সংগীত কিংবদন্তী আসহাব উদ্দীন আল আযাদ, সাইদ কলরব ও জাগরণ শিল্পীগোষ্ঠী।