সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত

ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ১৯ নভেম্বরের চোখ বেঁধে ১০ মিনিট অবস্থান কর্মসূচী আগামী ২৫ নভেম্বর বুধবার অনুষ্ঠিত হবে

বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা’র উদ্যোগে ১৮ নভেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৬টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত সদস্যবৃন্দদের মতামতের ভিত্তিতে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে সংস্থা গৃহিত ১৯ নভেম্বর ২০১৫ বৃহস্পতিবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ‘‘হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ” এই কথার আলোকে চোখে কালো কাপড় বেঁধে ১০ মিনিট অবস্থান কর্মসূচীর তারিখ পরিবর্তন করে আগামী ২৫ নভেম্বর বুধবার বেলা ১১টায় অবস্থান কর্মসূচীর তারিখ নির্ধারন করা হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র কাছ থেকে জাতীয় যুব দিবস ২০১০এ জাতীয় যুব পুরস্কার শ্রেষ্ঠ যুব সংগঠক পদকপ্রাপ্ত সিলেট কল্যাণ সংস্থা’র প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহেরের সভাপতিত্বে অন্যতম সদস্য এ.কে কামাল হোসেনের পরিচালনায় জরুরী সভায় বক্তব্য রাখেন মোঃ হাসান তালুকদার সোহেল, মোঃ তালেব হোসেন তালেব, হুমায়ুন রশিদ চৌধুরী, মোঃ আখলু মিয়া, এম.এ.সালেহ চৌধুরী, মোঃ আলিম উদ্দিন, রুমেল আহমদ, মোঃ কেরামত হোসেন, মোঃ এরশাদ মিয়া, আবুল কালাম আজাদ, মোঃ মাহবুব ইকবাল মুন্না, মানিক চন্দ্র সরকার, বিপ্লব তালুকদার, মাওলানা আব্দুর রহমান সাজু, সোহেল আহমদ, কম্পিউটার ইঞ্জিনিয়ার আব্দুল আহাদ, সুমন আহমদ সুমিম ও রাহেল আহমেদ। জরুরী সভা থেকে আগামী ২১ নভেম্বর ২০১৫ শনিবার সন্ধ্যা সাড়ে ৫টায় সংস্থার জিন্দাবাজারস্থ শাখা কার্যালয়ে মাসিক সাধারণ সভায় সংস্থার সর্বস্তরের সদস্যবৃন্দদের উপস্থিত থাকার জন্য প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ এহছানুল হক তাহের ও প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোঃ জিয়াউর রহমান জিয়ার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। আগামী ২৫ নভেম্বর ২০১৫ বুধবার বেলা ১১টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে ফুটপাত ও রাস্তা দখলমুক্ত করার দাবীতে ‘‘হায়রে কপাল মন্দ, চোখ থাকিতে অন্ধ” এই কথার আলোকে চোখে কালো কাপড় বেঁধে ১০ মিনিট অবস্থান কর্মসূচীতে সিলেট নগরীর নগরপ্রেমী সর্বস্তরের সচেতন নাগরিকবৃন্দদের উপস্থিত থাকার জন্য জরুরী সভা থেকে অনুরোধ জানা হয়।